নিউজিল্যান্ড গেলেন টেস্ট দলের চারজন

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মুমিনুল হক ও সাদমান ইসলাম ওয়ানডে দলের সঙ্গেই চলে যান নিউজিল্যান্ডে। টেস্ট দলের বাকি চার ক্রিকেটারÑ তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও ইবাদত রওনা দিয়েছেন শুক্রবার রাতে। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ ফেব্রæয়ারি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই দেশ ছেড়েছেন চার বোলার। নবীন তিন পেসারের সঙ্গে বিমানে চড়েন অভিজ্ঞ বঁাহাতি স্পিনার তাইজুল ইসলাম। আবু জায়েদ রাহী, খালেদ আহমেদের টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও এই দলে একেবারেই নবাগত ইবাদত হোসেন। তাসকিন আহমেদ চোটে পড়ায় বিকল্প হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেসার। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ৮ ফেব্রæয়ারি বিপিএলের ফাইনালে আঙুলে চোট পেয়ে ছিটকে যান নিউজিল্যান্ডে সফরে ওয়ানডে সিরিজ থেকে। আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টাইগার অলরাউন্ডারকে। উন্নত চিকিৎসা নিতে তিনি গেছেন যুক্তরাষ্ট্রে। ২০ ফেব্রæয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে দেশে ফিরে আসবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার আর শফিউল ইসলাম। তারা যোগ দেবেন ঢাকা প্রিমিয়ার লিগে। আগামী ১ মাচর্ মাঠে গড়াবে লিস্ট ‘এ’ মযার্দার ওয়ানডে আসর।