ইউরোপিয়ান ফুটবল

বার্সাকে জয়ে ফেরালেন মেসি

Avgiv †mivUv Dcnvi w`‡Z cvwiwb| Avgiv †hgbUv †P‡qwQjvg †Zgbfv‡e nqwb| Z‡e fv‡jv w`K n‡jv Avgiv g¨vPUv wRZ‡Z †c‡iwQцRivW© wc‡K

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দুর্দান্তভাবে মৌসুম শুরুর পর হঠাৎই ছন্দপতন। টানা তিন ম্যাচ ড্র করে যেন জয়ের স্বাদ পেতেই ভুলে গিয়েছিল বার্সেলোনা। তবে শনিবার রাতে লা লিগায় সেই ড্রয়ের চক্কর কেটে বেরিয়ে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির একমাত্র গোলে ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিতকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানটা আরও পোক্ত করেছে আর্নেস্তো ভালভার্দের দল। রাতের আরেক ম্যাচে রায়ো ভায়োকানোকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে রিয়াল মাদ্রিদকে (৪৫ পয়েন্ট) পেছনে ফেলে আবারও দুইয়ে উঠে এসেছে তারা। লিগের আগের দুই ম্যাচে ভালেন্সিয়া আর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করে বার্সেলোনা। পাশাপাশি কোপা দেল'রের সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে প্রথম লেগেও জয় দেখেনি তারা। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর শনিবার রাতে ভায়াদোলিতের বিপক্ষেও বাজে শুরু করে বার্সা। অতিথিদের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় তাদের। অবশেষে ৪৩ মিনিটে পেনাল্টির সুবাদে গোলের দেখা পায় বার্সা। জেরার্ড পিকের সুবাদে পাওয়া সেই পেনাল্টিতে গোল করেন মেসি। চলতি লিগে এটি তার ২২তম গোল। ২৩তম গোলটাও পেয়ে যেতে পারতেন। কিন্তু বারবারই তার সামনে বাধার দেয়াল তুলে দাঁড়িয়ে গেছেন প্রতিপক্ষ গোলরক্ষক জর্ডি মেসিপ। ৫১ মিনিটে অবিশ্বাস্যভাবে মেসির শট রুখে দেন তিনি। এরপর আরও অন্তত দুবার মেসিপের কারণেই গোলবঞ্চিত হয়েছেন মেসি। ভায়াদোলিত গোলরক্ষক তো ৮৪ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে দেননি আর্জেন্টাইন খুদেরাজকে। বদলি হিসেবে নামা ফিলিপে কুহিনহো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। এরপর মেসির নেয়া স্পট কিক রুখে দেন মেসিপ। ফিরতি বলে হেডে গোলের চেষ্টা চালিয়েছিলেন মেসি, তাতেও সফল হননি। পেনাল্টি থেকে গোল করতে না পারলেও মেসির পাশেই আছেন বার্সা কোচ ভালভার্দে। তার মতে, টানা ১১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে কমপক্ষে ৩০টি করে গোল করার কীর্তি গড়া মেসিই পেনাল্টি নেয়ার জন্য উপযুক্ত। এ প্রসঙ্গে ম্যাচ শেষে তিনি বলেছেন, 'না, না, সবমিলে আমি চিন্তিত নই। আমি নিশ্চিত ছিলাম যে, সে দুটোতেই গোল করবে। লিও একজন নিরাপদ বাজি (পেনাল্টি শট নেয়ার ক্ষেত্রে)। পাশাপাশি সে আরও গোল করতে পারত।' জয়ের ধারায় ফিরলেও এখনো সেরা অবস্থানে নেই বার্সেলোনা। দলের বোতলবন্দি হয়ে থাকা অবস্থার কথা স্বীকারও করলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে, 'আমরা সেরাটা উপহার দিতে পারিনি। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনভাবে হয়নি। তবে ভালো দিক হলো আমরা ম্যাচটা জিততে পেরেছি।' চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার লিওঁর মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে দলকে সতর্কবার্তা দিয়ে রাখলেন পিকে, 'আমাদের আরও উন্নতি করতে হবে। না হলে খুব বাজে সময় কাটাতে হবে মঙ্গলবারের ম্যাচটাতে।'