আবার ম্যানইউর ডাগআউটে ফার্গুসন

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভূরি ভূরি সাফল্য এনে দিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। স্কটিশ কোচের অধীনেই প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল তারা। ওই অর্জনের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে আবার ওল্ড ট্রাফোর্ডে ডাগআউটে ফিরছেন ১৩টি প্রিমিয়ার লিগজয়ী সাবেক কোচ। ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ঘুরে দাঁড়ানো ২-১ গোলের জয়ে এক মৌসুমে তৃতীয় বড় শিরোপা ঘরে তুলেছিল ম্যানইউ। বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইতিহাস গড়েছিল তারা। ওই সাফল্যের ২০ বছর পার হতে চলেছে এবার। তাই বিশেষ পুনর্মিলনী ম্যাচের আয়োজন করেছে ম্যানইউ। এই বিশেষ ম্যাচে ম্যানইউ লিজেন্ডসের কোচ হবেন স্যার ফার্গি। আগামী ২৬ মে ওল্ড ট্রাফোর্ডে তারা মোকাবেলা করবে বায়ার্ন মিউনিখ লিজেন্ডসকে। এই ম্যাচ থেকে পাওয়া অর্থ জমা হবে ম্যানইউ ফাউন্ডেশনে, যা ব্যয় করা হবে দাতব্য কাজে। ২০ বছর আগে ওই ঐতিহাসিক সাফল্যের পথে আর্সেনালের সঙ্গে এক পয়েন্টের ব্যবধানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় ম্যানইউ। শীর্ষ লিগের প্রতিদ্বন্দ্বী মিডলসবোরো, লিভারপুল, চেলসি আর আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে, নিউক্যাসলকে হারিয়ে জেতে এফএ কাপের শিরোপা। ফার্গুসন তার ২৭ বছরের ম্যানইউ ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে। সেবারই শেষ লিগ শিরোপা জিতেছিল ইংলিশ ক্লাবটি। কোচিং ক্যারিয়ার শেষ হলেও ৭৭ বছর বয়সি এই স্কটিশ সাবেক ক্লাবের ম্যাচ দেখতে প্রায় আসেন গ্যালারিতে। ছয় বছর পর এবার তিনি ফিরছেন চিরচেনা ডাগআউটে।