জামালে মাহমুদউলস্নাহ মোহামেডানে লিটন

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সোমবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পেস্নয়ার্স ড্রাফট। সেই ড্রাফটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টেবিলে ছিলেন নুরুল হাসান সোহান (ডানে)। জাতীয় দলে খেলা এই কিপার-ব্যাটসম্যানকে আগেই ধরে রেখেছিল ক্লাবটি -বিসিবি
নিউজিল্যান্ডে যখন বাংলাদেশ দল সিরিজ হারের পর ধবলধোলাইয়ের প্রহর গুনছে, ঠিক এমন সময়ই দেশে চলছে ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর প্রক্রিয়া। দলগোছানোর অংশ হিসেবে সোমবার অনুষ্ঠিত হয়েছে পেস্নয়ার্স ড্রাফট। এর মাধ্যমেই ক্রিকেটাররা শীর্ষ ক্লাবগুলোর তালিকায় নাম লিখিয়েছেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মাহমুদউলস্নাহ রিয়াদ। মুস্তাফিজুর রহমান খেলবেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবে। গত আসরে পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ড গড়া মোহাম্মদ আশরাফুল খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। সাদা-কালো শিবিরে খেলবেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী লিটন দাস। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ডিপিএল খেলতে অনাগ্রহী। পঞ্চপান্ডবের বাকি দুই ক্রিকেটার মাশরাফি আর মাহমুদউলস্নাহই এবার সবচেয়ে দামি ক্রিকেটার। ওয়ানডে অধিনায়ককে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। আকাশি-নীল শিবিরে খেলবেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার রুবেল হোসেন আর মেহেদী হাসান মিরাজও। মাহমুদউলস্নাহকে ড্রাফট থেকে নিয়েছে শেখ জামাল। তবে লিগের শুরু থেকে এই অলরাউন্ডারকে পাচ্ছে না ক্লাবটি। নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে খানিকটা বিশ্রাম নিয়ে এপ্রিল থেকে ডিপিএলে নামবেন মাহমুদউলস্নাহ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা তরুণ লেগস্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি দল পেয়েছেন। তাকে নিয়েছে শেখ জামাল। ওয়ানডে দলে থাকা রুবেল, মিঠুন, মিরাজ সাইফউদ্দিনকে নিয়ে শক্তিশালী দল গড়েছে আবাহনী। শিরোপায় চোখ রেখে ভালো দল গড়েছে অন্যরাও। সোমবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ডিপিএলের পেস্নয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। গ্রেড 'এ পস্নাস' থেকে সাতজন, গ্রেড 'এ' থেকে ১৩ জন, গ্রেড 'বি পস্নাস' থেকে ২২ জনসহ মোট ২৩৩ জন ক্রিকেটারের নাম ছিল ড্রাফটের তালিকায়। এখান থেকে প্রতিটি দলকে কমপক্ষে ৮জন করে খেলোয়াড় নিতে হয়েছে। পরবর্তীতে আরও খেলোয়াড় নেয়ারও সুযোগ থাকছে। এবার দেখে নেয়া যাক, কেমন হলো দলগুলো- মোহামেডান: রকিবুল হাসান, কাজী অনিক, ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আজিম, নুরুজ্জামান। আবাহনী: মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান মিরাজ, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন। শেখ জামাল: জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মো. শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, তাইজুল ইসলাম, ফারদিন হাসান, মাহমুদউলস্নাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি। রূপগঞ্জ: নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান, মুমিনুল হক, জাকের আলী, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাদ, আসিফ আহমেদ রাতুন, আজমীর আহমেদ, শুভাশীষ রায়, মুক্তার আলী, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু। প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর রহমান, সাইফ হাসান, সৈকত আলী, মাহমুদুল হাসান, আবু জায়েদ, জসিমউদ্দিন, এনামুল হক জুনিয়র, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র। খেলাঘর: রবিউল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, রবিউল হক, মঈনুল ইসলাম, অমিত মজুমদার, মাসুম খান, রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন, আব্দুল হালিম। গাজী ক্রিকেটার্স: ইমরুল কায়েস, মেহেদী হাসান, আবু হায়দার রনি, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, রায়হান উদ্দিন, শামসুল ইসলাম, মেহেদী হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি। প্রাইম ব্যাংক: আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন, এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ, আল আমিন হোসেন (২), মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাঈম হাসান, নাজমুল হোসেন মিলন, নূর আলম সাদ্দাম, ইমরান আলী। শাইনপুকুর: শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মো. রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম। ব্রাদার্স: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলী, ফজলে রাব্বি মাহমুদ, মো. শরিফউলস্নাহ, নাঈম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি। উত্তরা স্পোর্টিং: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ন, মোহাইনুল খান। বিকেএসপি: শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন, মাহমুদ হাসান জয়, মুকিদুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপস্নব, রাতুল খান, আব্দুল কাইয়ুম, হাসান মুরাদ।