চার হারের পর ড্র মোহামেডানের

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম আবাহনী আর মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচের দৃশ্য এটি। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কোনো দলই গোলের দেখা পায়নি, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে -বাফুফে
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দীর্ঘ পয়েন্ট খরা কাটিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করেছে তারা। টানা চার ম্যাচে হারের পর এই ড্রয়ে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ঐতিহ্যবাহী সাদাকালো শিবির। সবমিলে তাদের পয়েন্ট ৪। তাতেই নবম স্থানে উঠে এসেছে তারা। চট্টগ্রাম আবাহনী ৯ পয়েন্ট নিয়ে আছে পূর্বের অবস্থানেই। পেশাদার লিগের শিরোপাটা কখনো ছুঁয়ে দেখা হয়নি মোহামেডানের। কয়েক মৌসুম আগে শিরোপার প্রত্যাশা করলেও এখন তারা লিগে খেলে শুধুই নিয়মরক্ষার জন্য। দলের অবস্থা এতোটাই খারাপ যে, ডাগআউটে কোচ হয়ে দাঁড়াতে হচ্ছে ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে। নানা অভিযোগ করেও কোনো সুরাহা না হওয়াতে অনেক আগেই দায়িত্ব ছেড়ে চলে গেছেন বিদেশি কোচ ক্রিস্টোফার জন ইভান্স। এরপর কিছুদিন ডাগআউটে ছিলেন স্থানীয় কোচ আলী আজগর নেসার। তার বিদায়টাও সুখকর হয়নি। সোমবার মোহামেডান-চট্টগ্রাম আবাহনী লড়াইয়ে তাই প্রথমার্ধে দলের ম্যানেজার এবং দ্বিতীয়ার্ধে সহকারী কোচ শহীদুল ইসলাম জুয়েলকে দেখা গেছে। সাদা-কালোরা এদিন খেলেছে সবুজ-সাদা জার্সি পড়ে। যথারীতি ডোরাকাটা জার্সিতে কালো রঙে এমনভাবে লেখা হয়েছে যে, জার্সি নম্বর বুঝার উপায়ই নেই! তবে এদিন সবকিছু ছাপিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে পুরো প্রথমার্ধ আটকে রাখতে পেরেছে ঐতিহ্যবাহী মোহামেডান। ম্যাচের ৪৩তম মিনিটে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। বক্সের কাছেই ফ্রিকিক পায় তারা। দলীয় অধিনায়ক মোনায়েম খান রাজুর শট লক্ষ্যেই ছিল। কিন্তু বলের লাইনে ছিলেন সারোয়ার জাহান। ফিস্ট করে দলকে বিপদমুক্ত করেন মোহামেডান গোলরক্ষক। ৭০ মিনিটে বা প্রান্ত থেকে মিডফিল্ডার নাইমুর রহমান শাহেদের ফ্রিকিক বক্সে লাফিয়ে উঠে ক্লিয়ার করেন মোহামেডান অধিনায়ক এনকোচা কিংসলে। ফিরতি বলে মমদৌ বাহ পোস্ট লক্ষ্য করে শট নিলেও বল জালে পাঠাতে ব্যর্থ হন। এবারের লিগে মোহামেডানকে বলা হচ্ছে সবথেকে সহজ প্রতিপক্ষ। সেই মোহামেডানের বিপক্ষেই এমন বেশকিছু ব্যর্থ প্রচেষ্টার হতাশা সঙ্গী করেই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষের রক্ষণভাগকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে না পারলেও নিজেদের রক্ষণ জমাট রাখতে পারার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। তবে যেভাবে রক্ষণাত্মক ঢঙে খেলেছে সাদাকালোরা, দলটির সমর্থকদের জন্য তা হতাশারই। লিগের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে হারিয়েছে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবকে। এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আরামবাগ। অন্যদিকে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অর্থাৎ ১৩তম স্থানে নোফেল স্পোর্টিং। আজও লিগে দুটো ম্যাচ রয়েছে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বেলা ৩টায় বসুন্ধরা কিংস খেলবে টিম বিজেএমসির বিপক্ষে। বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা।