আনফিল্ডে ফুটবল রোমাঞ্চের রাত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আতিথ্য নেবে ফরাসি ক্লাব অলিম্পিক লিওর। দুইটি ম্যাচই শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়। ফুটবল রোমাঞ্চে ভেসে যেতে কোন ম্যাচটি দেখবেন দর্শক?

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আতিথ্য নেবে ফরাসি ক্লাব অলিম্পিক লিওর। দুইটি ম্যাচই শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়। ফুটবল রোমাঞ্চে ভেসে যেতে কোন ম্যাচটি দেখবেন দর্শক? তবে এটা ঠিক বেশির ভাগেরই চোখই আজ রাতে থাকবে আনফিল্ডে। ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব- লিভারপুল আর বায়ার্নের কোয়ার্টার ফাইনালে ওঠার দ্বৈরথ নিঃসন্দেহে বাড়তি উত্তাপ ছড়াবে। উত্তাপ ছড়ানোর অনেক কারণ আছে। একে তো নকআউট পর্বের ম্যাচ, তার ওপর ছয় বছর পর লিভারপুলের ব্যানারে বায়ার্নের মুখোমুখি হচ্ছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। বরুসিয়া ডর্টমুন্ডে তার সেরা অস্ত্র ছিলেন রবার্ট লেভানদোস্কি, তিনি এখন শত্রম্ন শিবির বায়ার্নে। বায়ার্নের শাকিরি আবার ক্লপের লিভারপুলে মাঝমাঠের সৈনিক। বাভারিয়ানদের কাছে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজিত হয়েছিল ক্লপের ডর্টমুন্ড। এবার তাই লিভারপুলের হয়ে পুরনো হিসাবটা চুকাতে চাইবেন তিনি। লিভারপুলের সঙ্গে বায়ার্নের হিসাবটা তো আরও পুরনো। ১৯৮১ সালে ইউরোপসেরার এই ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে লিভারপুলের মুখোমুখি হয়েছিল বায়ার্ন। সেবার আনফিল্ডে প্রথম লেগে গোলশূন্য করে ফেরে তারা। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগটাও ১-১ গোলে ড্র হয়। তাতেই কপাল পুড়ে বায়ার্নের। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে লিভারপুল ওঠে যায় ফাইনালে। সেবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে তৃতীয় শিরোপা জেতে ইংলিশ ক্লাবটি। লিভারপুল এরপর আরও দুবার ইউরোপসেরা ক্লাবের মুকুট মাথায় পরেছে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। সমান পাঁচটি ট্রফি আছে বায়ার্নের ঝুলিতেও। চ্যাম্পিয়ন্স লিগে দল দুটোর অংশগ্রহণ প্রায় নিয়মিত। অথচ ১৯৮১ সালের স্মরণীয় সেই সেমিফাইনালের পর আর কখনোই দেখা হয়নি তাদের। এরপর অবশ্য ২০০১ সালে উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়েছিল তারা। সেবারও লিভারপুল জিতে নেয় ম্যাচটা। এবার সেই হারের শোধটা নিতে চাইবে নিকো কোভাচের বায়ার্ন। জার্মান ক্লাবটির কাজটা অবশ্য সহজ হবে না। চলতি মৌসুমে হোঁচট খেতে খেতে এগোচ্ছে তারা। লেভানদোস্কি-রদ্রিগেজ-কোম্যানরা ঠিক চেনা ছন্দে নেই। বুন্দেসলিগায় বরাবরই যে বায়ার্নকে রাজত্ব করতে দেখা যায়, তারাই এবার ধুঁকছে। লিভারপুল সেখানে ইংলিশ প্রিমিয়ারে টেবিল টপার। মোহাম্মদ সালাহ-সাদিও মানেরা ম্যাচের পর ম্যাচ উপহার দিয়ে যাচ্ছেন মনোমুগ্ধকর ফুটবল। ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে আজও পারফরম্যান্সের ধারাটা অব্যাহত রাখতে চাইবেন তারা। এদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে অলিম্পিক লিওর মাঠে বার্সেলোনা চাইবে নিজেদের সেরা ছন্দে হাজির হতে। যদিও ম্যাচটি পরিষ্কার ফেভারিট আর্নেস্তো ভালভার্দের দল। তবে গত দুই সপ্তাহে মাঠে কঠিন সময়ই পার করেছে কাতালান ক্লাবটি। লা লিগায় সর্বশেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিতের বিপক্ষে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা, সেটাও লিওনেল মেসির পেনাল্টি গোলে। লিওর মুখোমুখি হওয়ার আগে দলকে তাই সতর্কবার্তা দিয়ে রেখেছেন জেরার্ড পিকে, 'আমাদের আরও উন্নতি করতে হবে। না হলে খুব বাজে সময় কাটাতে হবে মঙ্গলবারের ম্যাচটাতে।'