সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হঠাৎ ওয়ানডে দলে মুমিনুল ক্রীড়া প্রতিবেদক দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান মোহাম্মদ মিঠুন। সেই চোটের কারণে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে মুশফিকুর রহিম ব্যথা পান পাঁজরে। তার খেলা নিয়েও তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডেই থাকা মুমিনুল হককে যুক্ত করা হয়েছে ওয়ানডে দলে। মুমিনুলের ওয়ানডে দলে যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, 'মুশফিক-মিঠুনের স্ক্যান করানোর জন্য আমরা এখনো কোনো স্স্নট পাইনি। কাল তাদের স্ক্যান হতে পারে। এরপর বোঝা যাবে তারা খেলার মতো অবস্থায় আছে কি না। আপনারা জানেন মুমিনুল দলের সঙ্গেই আছে শুরু থেকে। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ১৫ জনের স্কোয়াডে এখন সে যুক্ত হয়েছে।' সোমবার ক্রাইস্টচার্চে টেস্ট স্কোয়াডের সদস্যদের সঙ্গে অনুশীলন থেকে ডানেডিনে তৃতীয় ওয়ানডের ভেনু্যতে পৌঁছেছেন মুমিনুল। লাল কার্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড রামোসের ক্রীড়া ডেস্ক স্প্যানিশ লা লিগায় রোববার রাতে নিজেদের মাঠে জিরোনার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের শেষের দিকে লাল কার্ড দেখে দলটির অধিনায়ক সার্জিও রামোস হয়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক। এটি ছিল এই ডিফেন্ডারের ক্যারিয়ারের ২৫তম লাল কার্ড, লা লিগায় ২০তম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার থেকে বেশি লাল কার্ড দেখেননি আর কেউ। জিরোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সে ইচ্ছাকৃত হ্যান্ডবলের জন্য প্রথম হলুদ কার্ড দেখেন রামোস। এরপর ম্যাচের শেষদিকে ওভারহেড কিক নিতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে আঘাত করে বসেন, দেখেন দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড)। স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি'আ এবং ফরাসি লিগ ওয়ান মিলিয়ে রামোসই এখন সবচেয়ে বেশি লাল কার্ড দেখা ফুটবলার। ১৯টি লাল কার্ড নিয়ে দুই নম্বরে আছেন বোর্দো, নিস ও মার্শেইর সাবেক মিডফিল্ডার ক্যারিল রোল। প্রিমিয়ার লিগে ৮টি করে লাল কার্ড দেখেছেন প্যাট্রিক ভিয়েরা, ডানকান ফার্গুসন আর রিচার্ড ডুনে। জার্মান বুন্দেসলিগায়তেও সর্বাধিক ৮টি করে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের লুইস গুস্তাভো আর জার্মানির জেনস নভোটনি। সিরি'আয় সর্বাধিক ১৬টি লাল কার্ডের রেকর্ডটি জুভেন্টাসের সাবেক উরুগুইয়ান সেন্টারব্যাক পাওলো মন্টেরোর দখলে। পিএসজিকে জেতালেন কিলিয়ান এমবাপে ক্রীড়া ডেস্ক নেইমারের অভাব বুঝতে দিচ্ছেন না কিলিয়ান এমবাপে। যদিও গত দুই ম্যাচে জালের ঠিকানা ঠিকমতো খুঁজে পাননি ফরাসি এই তরুণ ফরোয়ার্ড। তার একমাত্র গোলেই রোববার রাতে ফরাসি লিগ ওয়ানে সেঁত এতিয়েনকে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল থমাস টুখেলের দল। তাদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে লিল। এদিকে রোববার রাতে স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে ভিয়ারিয়াল। ২৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকা সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে ২৪ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে আছে ভিয়ারিয়াল। আর রিয়াল বেটিস ও দেপার্তিভো আলাভেসের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে এবং ভ্যালেন্সিয়া ও এস্পানিওলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর সিরি'আয় স্পালকে ৪-১ গোলে ফিউরেন্টিনা এবং সাসুলোর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে এম্পলি। তবে গোলশূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি করেছে নাপোলি ও তুরিনো।