পাথরবোঝাই ঠেলাগাড়ি টেনেছেন মেসি!

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে আজেির্ন্টনা স্কোয়াডের মতোই নি®প্রভ ছিলেন লিওনেল মেসি। ফুটবলের খুদে জাদুকরের এমন নি®প্রভ থাকার কারণ কি? এই প্রশ্নের উত্তর খুঁজে কম জল ঘঁাটেননি ফুটবল বিশ্লেষকরা। ঘেঁটেছেন ডিয়েগো ম্যারাডোনাও। তার মতে, বিশ্বকাপে পাথর বোঝাই এক ঠেলাগাড়ি টানতে হয়েছে মেসিকে। রাশিয়া বিশ্বকাপে আজেির্ন্টনার হতাশাজনক পারফরমেন্সে ব্যথিত হয়েছেন ম্যারাডোনা। ভেনিজুয়েলার এক টেলিভিশন অনুষ্ঠানে আজেির্ন্টনা দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আজেির্ন্টনা চায় মেসি একাই সব করে দিক। মেসি যখন বিগলিয়া কিংবা এনজো পেরেজকে পাস দিয়েছে তখন উল্টোপাশ থেকে কোনো সাহায্যই পায়নি। পাথরবোঝাই ঠেলাগাড়ির টানতে হয়েছে মেসিকে।’ বার বার কৌশল বদলানো আজের্ন্টাইন কোচ সাম্পাওলিকে ফুটবল দলের কোচ নয়, ‘দাবাড়–’ বলে মন্তব্য করেছেন ফুটবল ম্যারাডোনা। সাম্পাওলির উপর রাগান্বিত ম্যারাডোনা বলেন, ‘সাম্পাওলি ব্যথর্ কোচ। সে ফুটবল দলের কোচ হওয়ার যোগ্যতা রাখেন না। সে কোনো ম্যাচেই একই দল খেলায়নি। যেভাবে কৌশল পরিবতর্ন করেছে তাতে তার দাবাড়– হওয়াই ভালো ছিল।’ আজেির্ন্টনার ফুটবল অ্যাসোসিয়েশনের সমালোচনায় মুখর ম্যারাডোনা বলেন, ‘আমি ডেভিড সুকারের সঙ্গে সাক্ষাৎ করেছি, সেভিয়ায় সে আমার সতীথর্ ছিল। তিনি এখন ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনের কতার্। তার সঙ্গে খেলোয়াড়দের অসাধারণ সুন্দর সম্পকর্। খেলোয়াড়দের সবার কথা চিন্তা করেই তারা পরিকল্পনা সাজায়, যার ফলে তারা ফাইনালে উঠেছে।’