বিশ্বকাপ মাতিয়ে রিয়ালে হ্যাজাডর্?

চেলসিতে ছয়টি দারুণ মৌসুম কাটানোর পর নতুন কিছু নিয়ে ভাবার সময় এসেছে। বিশ্বকাপ শেষে আমি চেলসিতে থাকা, না থাকার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক বিশ্বকাপ জিততে পারেনি বেলজিয়াম, তাদের যাত্রা থেমেছে তৃতীয় হয়ে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন ইডেন হ্যাজাডর্। বেলজিক অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর তাই ইউরোপের শীষর্ ক্লাবগুলোর চোখ পড়েছে। হ্যাজাডর্ নিজেও চান না বতর্মান ক্লাব চেলসিতে থাকতে। বিশ্বকাপ চলাকালীন রিয়াল মাদ্রিদে খেলার আগ্রহ জানিয়েছিলেন। আগামী মৌসুমে সান্তিয়াগো বানার্ব্যুতে দেখা যেতে পারে তাকে। ২০১২ সালে ফরাসি ক্লাব লিলে থেকে চেলসিতে যোগ দেন হ্যাজাডর্। ছয় বছরে স্ট্যামফোডর্ ব্রিজে থেকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও একটি ইউরোপা লিগ শিরোপা জিতেছেন তিনি। শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থান নিধার্রণী ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর সাংবাদিকরা হ্যাজাডের্র সামনে প্রশ্ন রেখেছিলেন, চেলসিতে থাকছেন কি না। জবাবে ২৭ বছর বয়সী বেলজিক তারকা যা বললেন তার মমার্থর্ হলো এই- চেলসিতে আর থিতু হওয়ার ইচ্ছা নেই তার। কোথায় পাড়ি জমাতে চান সেটাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন হ্যাজাডর্, ‘চেলসিতে ছয়টি দারুণ মৌসুম কাটানোর পর নতুন কিছু নিয়ে ভাবার সময় এসেছে। বিশ্বকাপ শেষে আমি চেলসিতে থাকা না থাকার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি। আপনারা জানেন, আমার পছন্দসই গন্তব্য কোথায়।’ হ্যাজাডের্র পছন্দসই গন্তব্য যে রিয়াল মাদ্রিদ সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ চলাকালীন হ্যাজাডর্ বলেছিলেন, রিয়ালে খেলার স্বপ্ন প্রতিটি ফুটবলারেরই থাকে। নেইমার আর এমবাপে দলে টানার চেষ্টা করলেও স্প্যানিশ জায়ান্টরা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিকল্প হিসেবে নিতে পারে হ্যাজাডের্ক। লেফট উইঙ্গ আর অ্যাটাকিং মিড দুই জায়গাতেই সমান পারদশীর্ হ্যাজাডর্। রোনালদোর অভাবটা তাই ভুলিয়ে দিতে পারেন তিনি। দেখা যাক, হ্যাজাডের্র ইচ্ছাটা শেষতক পূরণ হয় কিনা।