রানের মাঠে আত্মবিশ্বাস ফেরানোর লড়াই

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আমি যতটুকু জানি ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য খুব ভালো। এখানে আমরা টেস্ট খেলেছি আগে। সেখানে আমরা ভালো ব্যাট করেছি, যদিও সেটা টেস্ট ছিল। আমার মনে হয় এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতে গিয়েছিল -মাশরাফি বিন মর্তুজা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়েই এই সফরে গিয়েছিল বাংলাদেশ টিম। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয় বরণ করেছে তারা। আজ ভোরে ধবলধোলাইয়ের শঙ্কা নিয়ে মাশরাফি বিন মর্তুজার দলকে নামতে হচ্ছে সিরিজের শেষ ওয়ানডেতে। তাসমান সাগড়পাড়ের দেশটিতে এখনো জয়ের মুখ না দেখা টাইগাররা টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে ভালো করতে মরিয়া। নিউজিল্যান্ডের কন্ডিশন এমনিতেই অতিথি দলের জন্য কঠিন। বাংলাদেশের জন্য সেটা আরও কঠিন হয়ে গেছে সাকিব আল হাসান না থাকায়। আঙুলে ব্যথা পাওয়া দলের সেরা অলরাউন্ডারকে ছাড়া প্রথম দুই ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণে পুরোপুরিই ব্যর্থ হয়েছে টাইগাররা। তবে কিউই কন্ডিশনে সাকিব দলে থাকলেই যে বাংলাদেশ জয় পেত এমন ভাবার কোনো কারণ নেই। তৃতীয় ওয়ানডেতে নামার আগে বাংলাদেশের সামনে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে একাদশ সাজানো। কারণ ইনজুরিতে ইতোমধ্যে ছিটকে গেছেন গত দুই ম্যাচের রান পাওয়া মোহাম্মদ মিঠুন। উইকেটকিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়েও রয়েছে শঙ্কা। দলের এমন অবস্থায় আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, 'এখানে যেমন চেয়েছি তেমন করতে পারিনি সত্য। এখনও একটা ম্যাচ বাকি আছে, দেখা যাক কিছু আত্মবিশ্বাস জড়ো করা যায় কিনা।' শেষ ম্যাচ যেখানে হবে সেই ডানেডিনের উইকেটকে বলা হয় ব্যাটিংস্বর্গ। সেই মাঠেই রানে ফেরার আশা করছে টাইগাররা। সেই আশার কথাই বলেছেন মাশরাফি, 'আমি যতটুকু জানি ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য খুব ভালো। এখানে আমরা টেস্ট খেলেছি আগে। সেখানে আমরা ভালো ব্যাট করেছি, যদিও সেটা টেস্ট ছিল। আমার মনে হয় এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতে গিয়েছিল ৪৫ ওভারেই (৩৩৫ রান তাড়া করে জেতে ৫০ ওভারে)। আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভালো পরিকল্পনা করব।' নেপিয়ার আর ক্রাইস্টচার্চেও উইকেট ছিল ব্যাটিংবান্ধব। ওই দুই ম্যাচে সুযোগ হাতছাড়া করার হতাশা এবার শেষ ম্যাচে কাটাতে চান বাংলাদেশ অধিনায়ক, 'দুই ম্যাচেই উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, কিন্তু আমরা পারিনি। আশা করি কাল টপঅর্ডার রান এনে দেবে।' গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচ খেলেছিল বাংলাদেশ। জিতেছিল এক ম্যাচ, হেরেছিল অন্যটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েও হারিয়েছিল কিউইদের। এসব ম্যাচের কন্ডিশন ছিল একই রকম। এবার তাই জেতার আশাটা চওড়া করতে চান মাশরাফি, 'এখানে কঠিন হলেও সেটা করা সম্ভব। আশা করছি (বুধবার) ভালো খেলতে পারব।' কিউই পেসারদের বিপক্ষে যা কিছু প্রতিরোধ তা শুধু মিঠুনই করেছেন ৬২ ও ৫৭ রানের ইনিংস খেলে। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইনজুরিতে পড়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুশ্চিন্তা বাড়িয়েছেন বাংলাদেশ শিবিরে। অভিজ্ঞ মুশফিকও পাঁজরে চোট পেয়েছেন। সবমিলিয়ে শেষ ম্যাচে একাদশ সাজানোটাই এখন টিম ম্যানেজম্যান্টের বড় দুশ্চিন্তার কারণ। তার উপর যোগ হয়েছে বাড়তি সমস্যা। সিরিয়াল না পাওয়ায় এখন পর্যন্ত মুশফিক-মিঠুনের স্ক্যানই করানো সম্ভব হয়নি! বাংলাদেশে সাধারণত দ্রম্নতই স্ক্যান করানো সম্ভব হয়। কিন্তু নিউজিল্যান্ডে ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে ডাক্তার দেখাতে বেশ ঝামেলা পোহাতে হয়। স্ক্যান করাতে হলে অনেক আগে থেকে সিরিয়াল দিতে হয়! আগেরদিনই মুশফিক-মিথুনের স্ক্যান করানোর কথা ছিল। কিন্তু সিরিয়াল না পাওয়ায় তা আর করা হয়নি। চোট-ফর্ম যাই থাক, টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে শেষ ওয়ানডের দিকেই তাকিয়ে মাশরাফির দল। মাশরাফি যদিও ফিরে আসবেন ওয়ানডে খেলেই। কথা প্রসঙ্গে চলে আসে বিশ্বকাপ স্কোয়াডের কথা। এ সিরিজে সবার কাছ থেকে পারফরম্যান্স না এলেও বর্তমান দলটির বেশিরভাগই যে বিশ্বকাপেও থাকছে তা পরিষ্কার করেছেন বাংলাদেশ অধিনায়ক, 'বিশ্বকাপের দল করার আগে হয়তো এটা শেষ ওয়ানডে। বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আমরা আয়ারল্যান্ডে যাব। আমার মনে হয় খুব বেশি বদল হবে না। সবাই অভিজ্ঞ আছে।'