চেলসিকে হারিয়ে ম্যানইউর প্রতিশোধ

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাটিতে লুটিয়ে পড়েছেন গোলরক্ষক, গোল হজমের হতাশা নীল জার্সিধারী চেলসির দুই ডিফেন্ডারের চোখে-মুখে। অন্যদিকে উচ্ছ্বাসে এভাবেই ভেসে যেতে চাইলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা, তার সঙ্গে রোমেলু লুকাকুও -ওয়েবসাইট
ইডেন হ্যাজার্ডের পেনাল্টি গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল চেলসি। এফএ কাপের গত মৌসুমের সেই ফাইনালের কথা এত তাড়াতাড়ি ভুলে কি করে রেড ডেভিলসরা! ক্ষতটা দগদগেই ছিল। সোমবার পঞ্চম রাউন্ডের খেলায় চেলসিকে ২-০ গোলে হারিয়েই সেই ক্ষতে প্রশান্তির মলম লাগিয়েছে তারা। বস্নুজদের বিদায় করে দলটি শেষ আটে জায়গা করে নিয়েছে পল পগবা আর আন্দ্রে হেরেরার গোলে। এফএ কাপে এ নিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছিল চেলসি-ম্যানইউ। সেই লড়াইয়ে ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল চেলসি। সাম্প্রতিক সময়টা ভালো না কাটলেও মাউরিসিও সারির দল ছিল বেশ আত্মবিশ্বাসী। ম্যাচে ম্যানইউ গোলরক্ষক সার্জিও রোমেরোকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলেছে তারা। ১১তম মিনিটে দুইবার দলকে রক্ষা করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে গোল আসে প্রথমার্ধেই। তবে গোলটা চেলসি পায়নি, হেরেরার সৌজন্যে ৩১ মিনিটে গোলটা পায় ম্যানইউ। গোল পরিশোধে মরিয়া চেলসি প্রথমার্ধেই উল্টো গোল হজম করে বসে। ৪৫ মিনিটে রাশফোর্ডের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন পগবা। দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণের চেষ্টায় থাকে চেলসি। কিন্তু উলেস্নখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি হ্যাজার্ড-হিগুয়েনরা। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা চেলসি শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি। ম্যানইউর প্রতিশোধ নেয়ার রাতে বিদায় নিতে হয়েছে তাদের। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে ম্যানসিটির কাছে ৬-০ গোলে হেরেছে চেলসি। এবার ম্যানইউর কাছে হেরে এফএ কাপ থেকে বিদায়, চাকরি নিয়ে বেশ চাপেই পড়ে গেলেন সারি। ম্যাচ চলাকালে তাকে দুয়ো শুনতে হয়েছে সমর্থকদের থেকে। নিজের ভবিষ্যৎ নিয়ে এমন ঝড় উঠার পর সারির প্রতিক্রিয়া অবশ্য স্বাভাবিক, 'আমি ফল নিয়ে উদ্বিগ্ন, তবে সমর্থকরা কী করলো তা নিয়ে নই। কারণ আমি পরিস্থিতিটা ভালো করেই বুঝতে পারছি। ভক্তদেরও বুঝতে পারছি। কারণ আমরা এফএ কাপ থেকে ছিটকে গেছি।' অপরদিকে সুলশারের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরেছিল ম্যানইউ। চেলসিকে হারিয়ে আবার ছন্দে ফেরার আভাস দিল ইংল্যান্ডের অন্যতম সফলতম দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। অপর কোয়ার্টারে পেপ গার্দিওলার দল ম্যানসিটি খেলবে সোয়ানসি সিটির বিপক্ষে। শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি হবে ওয়াটফোর্ড-ক্রিস্টাল প্যালেস আর মিলওয়াল-ব্রাইটন।