জুভেন্টাসের অ্যাটলেটিকো পরীক্ষা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চিরচেনা মাদ্রিদে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই শহরের ক্লাব রিয়ালের হয়ে প্রায় এক দশক মাঠ মাতিয়েছেন পর্তুগিজ যুবরাজ। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচকে সামনে রেখে এবার তিনি মাদ্রিদে ফিরছেন শত্রম্নবেশে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের জার্সিতে। ইউরোপীয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে দলটি ২৩ বছরের শিরোপাখড়া ঘুচাতে চায় রোনালদোতে সওয়ার হয়ে। 'তুরিনের বুড়ি'দের প্রত্যাশাটা মেটাতে পারবেন তো সিআর সেভেন? যদি পারেন, রোনালদোকে সেটা পারতে হবে ওয়ান্দা মেট্রোপলিটানোতেই। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে, যেটা রোনালদোর জুভেন্টাসের আজকের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের ঘর। নিজেদের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে, এটাকেই জুভেন্টাসের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখছে ডিয়েগো সিমিওনের দল। দলের বড় তারকা আতোয়ান গ্রিজম্যান তো বলেই দিলেন, 'এটা আমাদের এবং ভক্তদের আরও বেশি অনুপ্রাণিত করবে।' গ্রিজম্যান আরও বলেছেন, 'এটা (মেট্রোপলিটানো) সবসময়ই দারুণ অনুপ্রেরণাদায়ী, যেটা আমাদের দরকার। খেলোয়াড় হিসেবে যেমনটা আমরা চাই। ঘরের মাঠে ফাইনাল খেলতে পারলে অ্যাটলেটিকো-কেন্দ্রিক সকলের জন্যই আনন্দদায়ক হবে।' সামনে কঠিন পথ, নিজেদের সেরাটা দিয়েই সেই পথ পাড়ি দিতে চান গ্রিজম্যান, 'সেখানে যাওয়াটা ভীষণ কঠিন হবে। তবে আমরা সেরা চেষ্টাটাই করব। সেখানে পৌঁছাতে নিজেদের সর্বশক্তি ঢেলে দেব, এরপর দেখা যাক কি হয়।' গ্রিজম্যানের কথায় পরিস্কার বার্তা, কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে জুভেন্টাসকে। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে অতীত পক্ষে নেই তাদের। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দুবারই মুখোমুখি হয়েছে তারা, সেটা ২০১৪-১৫ মৌসুমে গ্রম্নপপর্বে। সেবার তুরিন থেকে ড্র করে ফেরার পর আরদা তুরানের একমাত্র গোলে জুভেন্টাসকে হারিয়েছিল অ্যাটলেটিকো। তখন অবশ্য ওয়ান্দা মেট্রোপলিটানো নয়, রোজি বস্নাঙ্কোসদের হোম ভেনু্য ছিল ভিসেন্তে ক্যালদেরন। মাঠ যেটাই হোক, দলটার নাম তো অ্যাটলেটিকোই। রিয়াল-বার্সার নিরুঙ্কুশ আধিপত্যের মাঝেও যারা স্প্যানিশ ফুটবলে মাথা তুলে দাড়িয়েছে। কোচ সিমিওনে দলটিকে বানিয়েছেন লড়াকু। সেই দলটির বিপক্ষে গত তিন আসরে দুবার ফাইনাল খেলে হেরে যাওয়া জুভেন্টাসকে তো কঠিন পরীক্ষা দিতেই হবে। ইতালিয়ান চ্যাম্পিয়নরা লিগে অবশ্য দুর্বার। তবে ইতালির সাবেক ডিফেন্ডার মার্কো মাতেরোজ্জি মনে করছেন, এবার চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে জুভেন্টাস হবে ব্যর্থ এক দল! জুভেন্টাসের মতো একই অপবাদ জুটতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ললাটেও। বিগত এক দশকে ইংলিশ ফুটবলে রাজত্ব করা দলটির চ্যাম্পিয়ন্স লিগ পারফরম্যান্স বড়ই ফ্যাকাশে। শেষ ষোলোর অপর ম্যাচে আজ তারা শালকের আতিথ্য নেবে। জার্মান ক্লাবটির বিপক্ষে নিরঙ্কুশ ফেভারিট পেপ গার্দিওলার দল। ভয় একটাই- টুর্নামেন্টের নাম চ্যাম্পিয়ন্স লিগ। ম্যানসিটির জন্য এই টুর্নামেন্ট এক দুঃস্বপ্নের নাম।