ডেল পিয়েরোর বিশ্বাস রোনালদোই পারবেন

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো আসার পর থেকে বদলে গেছে জুভেন্টাস। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তোলার আত্মবিশ্বাস বেড়েছে দলটির। ঠিক সে সময়ই ক্লাবটির সাবেক ফরোয়ার্ড আলেসান্দ্রো ডেল পিয়েরো জানিয়েছেন, একমাত্র রোনালদোয় পারে তুরিনের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে। গত দুই মৌসুম এই রোনালদোর কারণেই চ্যাম্পিয়ন্স শিরোপা রিয়াল মাদ্রিদের কাছে হারাতে হয়েছিল জুভেন্টাসের। চলতি মৌসুমে সেই তারকাকে নিজেদের দলে ভিড়িয়ে ইউরোপ সেরার স্বপ্ন বুনছে তুরিনের ক্লাবটি। রোনালদোকে দলে টেনে ইতালির ফুটবলে নতুন গতি দিয়েছে জুভেন্টাস। এ ব্যাপারে আলেসান্দ্রো ডেল পিয়েরো বলেন, 'জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তিটি দারুণ। শুধু তাই নয়, তার মতো একজন তারকাকে ভিড়িয়ে ইতালির ফুটবলেও নতুনত্ব এনেছে তুরিনের ক্লাবটি।' বিশ্বের সেরা ক্লাবগুলির একটি হতে চায় জুভেন্টাস। একই সঙ্গে দলটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিততে চায়। এসবই সম্ভব ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে। ডেল পিয়েরো আরও বলেন, 'পুরো শহর এবং ইতালীয় ফুটবলের জন্য রোনালদোর ফুটবল দর্শন অসাধারণ, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।'