বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

মাশরাফিকে কৃতিত্ব দিলেন সাব্বির

আমি মাশরাফি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এবং প্রতিটি ব্যক্তির প্রতি, যারা আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। কেননা অতীতের খারাপ সময়ে তাদের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ ছিল

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাব্বির রহমান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন। সেই সেঞ্চুরির পুরো কৃতিত্বটাই ডানহাতি এই ব্যাটসম্যান দিলেন দলনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পেরে ভীষণ আনন্দিত তিনি। সেইসঙ্গে ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে ঠাঁই পেতে সহযোগিতা করায় অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি এই ড্যাশিং ব্যাটসম্যান। বিতর্কিত কান্ডে জড়িয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাব্বির। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশ দলে ফিরেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাব্বিরের জাতীয় দলে ফিরে আসার রাস্তা সুগম করার জন্য তার শাস্তির মেয়াদ কমিয়ে আনে। এর পেছনে বড় ভূমিকা আছে মাশরাফির। বিশ্বকাপ সামনে রেখে মূলত অধিনায়কের চাওয়াকে প্রাধান্য দিয়েই সাব্বিরকে দলে ফিরিয়ে আনা হয়। বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ব্যাট হাতে এদিন সেইসব সমালোচনার জবাবই দিয়েছেন সাব্বির। যদিও সাব্বিরকে দলে অন্তর্ভুক্তি নিয়ে বির্তকের তৈরি হয়েছিল, যখন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আর অধিনায়ক মাশরাফি ভিন্নমত প্রকাশ করেছিলেন। তবে এটি পরিষ্কার ছিল যে, দুজনেই চেয়েছিলেন সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ তৈরি করে দিতে। কেননা তিনি বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিলেন। যেহেতু বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই, তাই নিষেধাজ্ঞা কমিয়ে আগেভাগেই সাব্বিরকে ফিরিয়ে আনা। এদিন সাব্বিরকে দেখে মনে হয়েছে, তিনি একটি মিশন নিয়ে নেমেছেন। তার সমালোচনাকারীদের ভুল প্রমাণ করতেই যেন মরিয়া হয়ে উঠেছিলেন এই ব্যাটসম্যান। দারুণ ব্যাটিংয়ে সেটি তিনি প্রমাণও করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ৪৩ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর নিজের সেরাটা উজাড় করে দেয়ার জন্য বেছে নিলেন সিরিজের শেষ ম্যাচটিকে। ডানেডিনে তিনি খেলেছেন ১০২ রানের অনবদ্য এক ইনিংস। বড় লক্ষ্য তাড়া করার মনোভাব বাংলাদেশ ছেড়ে দেয় ১৫ ওভারে ৬১ রানে পঞ্চম উইকেট খুইয়ে। এরপর সাব্বিরের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি প্রতিফলিত হয়েছে 'নিজের জন্য খেলা' একটি ইনিংস হিসেবে। কারণ, কখনই মনে হয়নি জয়ের মানসিকতা নিয়ে ব্যাটিং করছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেছেন, 'আমি ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করতে পেরে অনেক খুশি। তার চেয়েও বড় বিষয়- আমার সতীর্থরা এবং কর্তাব্যক্তিগণ আমার ওপর আস্থা রেখেছিলেন, এটা তারই প্রতিদানস্বরূপ।' সাব্বির আলাদা করে বলেছেন দলপতি মাশরাফির কথা, 'আমি মাশরাফি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এবং প্রতিটি ব্যক্তির প্রতি, যারা আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। কেননা অতীতের খারাপ সময়ে তাদের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ ছিল।' সাব্বির তার এই সেঞ্চুরিটি বাবা-মাকে উৎসর্গ করেছেন। কেননা তারাই তার অসময়ের কান্ডারি এবং তার শক্তির ও অনুপ্রেরণার জায়গা। তিনি বলেন, 'আমি আমার সেঞ্চুরিটি আমার বাবা এবং মাকে উৎসর্গ করেছি। কেননা গত কয়েক মাস আমি খুবই খারাপ সময়ের ভেতর দিয়ে কাটিয়েছি। তারাই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন।'