সমাধান খোঁজার তাগিদ অধিনায়কের

পরবর্তী সিরিজ শুরু হতে এখনো দুই মাস বাকি। আয়ারল্যান্ডে কন্ডিশন একই থাকবে। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। গত বছর সেখানকার উইকেটে ঘাস ছিল। কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। কিভাবে সেখানে ভালো রান করা যায়, সেই উপায় খুঁজে বের করতে হবে আমাদের

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগের চার সফরের মতো নিউজিল্যান্ডের মাটিতে পঞ্চম সফরেও গল্পের কোনো হেরফের নেই। প্রস্তুতি ম্যাচে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ধবলধোলাই বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৮ উইকেটে হারের পর বুধবার সিরিজের শেষ ম্যাচে সফরকারীরা হেরেছে ৮৮ রানের বড় ব্যবধানে। তিন ম্যাচেই বাংলাদেশের একই সমস্যার সম্মুখীন হয়েছে, সেটি হচ্ছে- টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। কিন্তু সমাধান খুঁজে নিতে পারেনি তারা। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের ১২তম আসর। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা। সেখানকার কন্ডিশনও একইরকম হবে। তাই ওই সিরিজ শুরুর আগে সব সমস্যার সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়ে রাখলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। কোনো ওয়ানডেতে জয়-পরাজয়ের ব্যবধান যখন ৮৮ রান হয়, এ থেকেই বুঝে নেয়া যায়, ম্যাচটা কেমন হয়েছে। ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তি বাংলাদেশের ইনিংসের ৪৮তম ওভারে, তবে জেতা-হারার মীমাংসা তো আসলে হয়ে গেছে তৃতীয় ওভারের শুরুতেই। বাংলাদেশের স্কোর যখন ৩ উইকেটে ২! ম্যাচ শেষে মাশরাফি বলেন, 'প্রথম দুই ম্যাচে যা হয়েছে, আজও তাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে তামিম রান করেছিল। এশিয়া কাপে আমরা যেটা অনুভব করেছি, এখানেও একই জিনিস অনুভব করেছি। শুধু আমি নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ই ইতিবাচক ছিল। আমি মনে করি, আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। বাউন্স ও সুইং এই উইকেটে স্বাভাবিক ছিল। আমরা মৌলিক ক্রিকেট খেলতে পারিনি।' ম্যাচের আগের দিন নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর বলেছিলেন, ডানেডিনে প্রথম একটু দেখে খেলতে পারলে পরে রান করা সহজ হয়। সে বিচারে তৃতীয়টি হাই-স্কোরিং ম্যাচই হতে যাচ্ছে। টেলরের কথাই সত্যি হয়েছে। টপঅর্ডারের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি না পেলেও ৩৩০ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে রান পেয়েছেন মিডল অর্ডার ও শেষের দিকে ব্যাটসম্যানরাই। মাশরাফির কথায়ও সেটা ধরা পড়েছে, 'আজকের ম্যাচ ৩৫ ওভার পর্যন্ত (নিউজিল্যান্ড ইনিংস) সব ঠিকঠাকই ছিল। কিন্তু নিশামের ইনিংসের পরই ম্যাচটা কঠিন হয়ে যায়।' আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে টাইগাররা। তাই ওই সিরিজ শুরুর আগে সব সমস্যার সমাধানে দৃষ্টি রয়েছে মাশরাফির, 'পরবর্তী সিরিজ শুরু হতে এখনো দুই মাস বাকি। আয়ারল্যান্ডে কন্ডিশন একই থাকবে। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। গত বছর সেখানকার উইকেটে ঘাস ছিল। কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। কিভাবে সেখানে ভালো রান করা যায়, সেই উপায় খুঁজে বের করতে হবে আমাদের। শুরুতেই বেশি উইকেট হারানো যাবে না। কারণ, শেষের দিকে রান করাটা সহজ হয়।' শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকার সময়টি শেষ হওয়ার আগেই সাব্বির রহমানকে দলে ফেরানো নিয়ে সমালোচনাটা অযৌক্তিক কিছু ছিল না। এরপরও তাকে ফেরানো হয়েছে, সাত নম্বরে তার কোনো বিকল্প খুঁজে না পাওয়ায়। তৃতীয় ম্যাচে একজন বোলার বেশি খেলানোয় সাব্বির এদিন অবশ্য নেমেছেন ছয় নম্বরে। শাস্তি ভোগ শেষ না করেই তার দলে ফেরায় অধিনায়ক মাশরাফির চাওয়ার অবশ্যই বড় ভূমিকা ছিল। সাব্বিরের সেঞ্চুরিতে টাইগার অধিনায়ক তাই সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। ভবিষ্যতের জন্য মাশরাফি একটা বার্তা অবশ্য দিয়ে দিয়েছেন সাব্বিরকে, 'আমি আশা করি, ও যা করেছে, তা এই সিরিজেই থেমে থাকবে না। সামনে আমাদের অনেক খেলা। ও এমন আরও অনেক পারফরম্যান্স করবে।'