এত খরুচে মুস্তাফিজ!

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মুস্তাফিজুর রহমান
ইয়োর্কার করার প্রচেষ্টায় সফল হলেন না, একের পর এক ফুলটস আর হাফভলি দিলেন। যার সুবিধা নিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ডানেডিনে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বড়ই বিবর্ণ হয়ে রইলেন বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা মুস্তাফিজুর রহমান। দুটো উইকেট নিয়েছেন বটে, কিন্তু ছিলেন ভীষণ খরুচে। ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান! বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক ম্যাচে এর চেয়ে বেশি রান দেয়ার নজির আছে দুটি। দুবারই বোলার ছিলেন শফিউল ইসলাম। ২০১০ সালের জুলাইয়ে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দিয়েছিলেন ডানহাতি পেসার। ওই ম্যাচের তিন সপ্তাহ আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিলেও ১০ ওভারে তিনি রান দিয়েছিলেন ৯৫। বিস্ময়করভাবে এবার মুস্তাফিজ দিলেন ৯৩। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব মুস্তাফিজের। ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে মিতব্যয়ী তিনি। এর আগে নিজের কোটার ১০ ওভারে কখনই ৬৩ রানের বেশি খরচ করেননি এই বাঁহাতি। কিন্তু এদিন তিনি ছিলেন ভীষণ ছন্দহীন। রান বিলিয়েছেন অকাতরে। খরুচে বোলিংয়ের বিশ্বরেকর্ডে অবশ্য এখনো খানিকটা পেছন থাকার স্বস্তি আছে বাংলাদেশের। ইনিংসে একশ বা তার বেশি রান দেয়ার ঘটনা আছে এক ডজন। ১০ ওভারে ১১৩ রান দিয়ে বিব্রতকর এই রেকর্ডে সবার ওপরে মিক লুইস। ২০০৬ সালে ৪৩৫ রান তাড়ায় সেই অবিস্মরণীয় জয়ে অস্ট্রেলিয়ার এই পেসারকে তুলোধুনো করেছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।