এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

মিয়ানমারে ভালো কিছুর আশা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব (রাউন্ড-২) অনুষ্ঠিত হবে মিয়ানমারে। আগামী ২৭ ফেব্রম্নয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশও। ওই আসরে ভালো কিছু করে দেখানোর আশা দলীয় কোচ গোলাম রব্বানী ছোটনের। একই আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় অধিনায়ক মারিয়া মান্দা। আসরে বাংলাদেশের মেয়েরা খেলবে 'বি' গ্রম্নপে। এই গ্রম্নপের অন্য দলগুলো হচ্ছে- চীন, ফিলিপাইন আর মিয়ানমার। ২৭ ফেব্রম্নয়ারি ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মারিয়াদের মিশন। এরপর ১ মার্চ মিয়ানমার এবং ৩ মার্চ চীনের বিপক্ষে খেলবে ছোটনের শিষ্যরা। বাংলাদেশ দল আগামী ২২ ফেব্রম্নয়ারি রাত দুইটায় থাই এয়ারলাইন্সযোগে ঢাকা ত্যাগ করবে। প্রতি গ্রম্নপ থেকে সেরা দুটি দল, অর্থাৎ মোট ৪টি দল থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপর্বে খেলবে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি গ্রম্নপ আছে। প্রতি গ্রম্নপে ৫টি করে মোট ৩০ দেশ খেলবে। ছয় গ্রম্নপের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দল মোট আটটি দল খেলবে পরবর্তী পর্বে। এই আট দলের সঙ্গে সরাসরি খেলবে আগেই যোগ্যতা অর্জন করা চার দেশ- স্বাগতিক থাইল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া আর জাপান। এই পর্বে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন ছোটন। ২০১৬ আসরে মূলপর্বে যেতে একটি ধাপ পেরুতে হয়েছিল। কিন্তু এবার দল বেশি থাকায় দুটি ধাপ পেরুতে হবে বাংলাদেশকে। তবে চ্যালেঞ্জটা নিচ্ছেন ছোটন, 'আমরা কঠিন গ্রম্নম্নপেই আছি। তবে আমরা আর আগের মতো পিছিয়ে নেই। আগের চেয়ে অনেক উন্নতি করেছি। দলের সবাই আগের চেয়ে অনেক পরিপক্ব। আমরা মূলপর্বে যাওয়ার আশা রাখি। তবে চ্যালেঞ্জটা অনেক কঠিন।' মিয়ানমার সিনিয়র দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। চীন ও ফিলিপাইন একেবারেই নতুন প্রতিপক্ষ। এদিকে আবার এইচএসসি পরীক্ষার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না সাজেদা। তার অভাবটা অনুভব করবেন বলে জানালেন ছোটন। তবে দলীয় অধিনায়ক মারিয়া ভালো কিছু করে দেখাতে আশাবাদী, 'সিনিয়রদের সঙ্গে আমরা নিয়মিত অনুশীলন ম্যাচ খেলেছি। আমাদের মনোবল অনেক উঁচুতে। আশা করি মিয়ানমারে গিয়ে আমরা ভালো ফল করব।' এছাড়া এই দলের সঙ্গে আরও ১১ সিনিয়র খেলোয়াড়ও মিয়ানমার যাবে। তারা সেখানে গিয়ে মূল দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করবে বাফুফের খরচেই। দল : মাহমুদা আক্তার, রূপনা চাকমা, ইয়াসমিন আক্তার, আঁখি খাতুন, নাজমা, আনাই মগিনি, নিলুফা ইয়ামিন নীলা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মনি আক্তার, লাবণী আক্তার, সোহাগী কিসকু, ইলামনি, সুলতানা, আনুচিং মগিনি, নওশন জাহান, রেহেনা আক্তার, শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার, তহুরা খাতুন ও রোজিনা আক্তার।