মার্সেলোও যাচ্ছেন জুভেন্টাসে!

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘাটতি এখনো পূরণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এরমধ্যে আবার গুঞ্জন- সান্তিয়াগো বার্নাবু্য ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন মার্সেলো। স্পেনের রেডিও স্টেশন কোপ-এর খবর, ব্রাজিলিয়ান ডিফেন্ডার সরাসরি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে অনুরোধ করেছেন তাকে বিক্রি করে দেয়ার জন্য। এতেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো গুঞ্জন- বন্ধু রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে জুভেন্টাসে যাচ্ছেন মার্সেলো। রোনালদোকে দলে টানার পর থেকেই মার্সেলোর দিকে জুভেন্টাসের চোখ। গণমাধ্যমের খবর, রোনালদোই বন্ধু মার্সেলোকে কেনার জন্য জুভেন্টাস কর্তাদের অনুরোধ করেছেন। পাশাপাশি মার্সেলোকেও বারবার ফোন করে সিআর সেভেন অনুরোধ করেছেন- জুভেন্টাসে যোগ দেয়ার জন্য। প্রিয় বন্ধুর ডাকে নাকি রাজিও হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে রিয়ালের পরিস্থিতি এখন এতটাই ঘোলাটে যে, মার্সেলোকে মুখ ফুটে বলতে হচ্ছে তাকে বিক্রি করে দেয়ার জন্য! ১৩ বছর ধরে রিয়ালে খেলছেন মার্সেলো। প্রতিভা আর সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে হয়ে উঠেছিলেন ক্লাবটির রক্ষণভাগের অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু বয়সের ভারেই কিনা, এই মৌসুমে ব্রাজিলিয়ান ডিফেন্ডার যেন নিজেকে আর সেরা রূপে খুঁজে পাচ্ছেন না। ম্যাচের পর ম্যাচ করে চলেছেন অমার্জনীয় সব ভুল। যে ভুলের চড়া মূল্যই দিতে হচ্ছে রিয়ালকে। গত রোববার ঘরের মাঠ বার্নাবু্যতে পুঁচকে জিরোনার কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল। মার্সেলোর এক শিশুতোষ ভুলেই জয়সূচক গোলটি করে জিরোনা। এরপর থেকেই সমর্থকদের রোষানলে মার্সেলো। গোটা বিষয়টাতে তিনি বেশ বিরক্ত। তাই মাদ্রিদ ছেড়ে পাড়ি দিতে চান তুরিনের ক্লাবটিতে। রেডিও কোপ-এর খবর, মার্সেলো গত সোমবার নিজের ভবিষ্যতের বিষয়ে প্রথমে কথা বলেন রিয়ালের প্রধান নির্বাহী পরিচালক হোসে অ্যাঙ্গেল সানচেজের সঙ্গে। বৈঠকে ৩০ বছর বয়সী মার্সেলো কূটনৈতিক ভাষায় বলেন, 'যদি রিয়াল মাদ্রিদ আমাকে আর না চায়, আমি চলে যাব।' রিয়ালের সঙ্গে মার্সেলোর চুক্তি আছে ২০২২ সাল পর্যন্ত। কিন্তু তিনি বুঝতে পারছেন ততদিন রিয়ালে তার আর থাকা হবে না। সেরাটা দিতে না পারলে রিয়ালই তাকে রাখবে না। তাই বলেছেন, 'আমি যদি সেই খেলোয়াড়দের তালিকায় থাকি, যাদের মাদ্রিদ বিক্রি করে দিতে চায়, তাহলে তারা আমার বিষয়টি বিবেচনা করতে পারে।'