দ্বিতীয় টেস্টে দারুণ সূচনা শ্রীলংকার

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু পেস্নসিসকে বোল্ড আউট করেন দিমুথ করুনারত্নে। তাকে ঘিরে শ্রীলংকার খেলোয়াড়রা উচ্ছ্বাসে মেতে ওঠেন -ওয়েবসাইট
দিন পাঁচেক আগেই কুশাল পেরেরা আর বিশ্ব ফানান্দোর শেষ উইকেট জুটির ৭৮ রানে ভর করে দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারিয়েছিল শ্রীলংকা। সেই সুখস্মৃতি নিয়ে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে দারুণ সূচনা পেয়েছে অতিথিরা। এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের সম্ভাবনাটা আরও উজ্জ্বল করেছে তারা। প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে শুরুতে ধাক্কা দিয়েছেন বিশ্ব। দিনের শুরুতেই ডিন এলগার (৬ রান) ও হাশিম আমলাকে (০) সাজঘরে পাঠান তিনি। এরপর টেম্বা বাভুমা শূন্য রানে রানআউট হয়ে গেলে মাত্র ১৫ রানে ৩ উইকেট খুইয়ে বিপর্যয়ে পড়ে যায় প্রোটিয়ারা। ৬০ রানের ইনিংসে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ওপেনার এইডেন মার্করাম। এরপর কাসুন রাজিথা বোলিংয়ে ভেলকি দেখিয়েছেন। মার্করামকে আউট করার পর মুল্ডার আর মহারাজকে দ্রম্নত সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। তাতে ১৫৭ রানেই ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে আরেক হাফসেঞ্চুরিয়ান কুইন্টন ডি ককের ব্যাটে ২০০ রানের গন্ডি পেরোয় স্বাগতিকরা।