অশোভন উদযাপনে সিমিওনের দুঃখ প্রকাশ

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে বুধবার রাতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। হাই ভোল্টেজ ওই ম্যাচে গোলের পর অশোভন উদযাপন করেন অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে। অমন উদযাপনের জন্য পরে দুঃখপ্রকাশ করেছেন এই আর্জেন্টাইন। জুভেন্টাসের বিপক্ষে গোলশূন্য প্রথামার্ধের পর ম্যাচের ৭৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় অ্যাটলেটিকো। ওই গোলের পর দর্শক গ্যালারির দিকে ফিরে অশোভন উদযাপন করেন সিমিওনে। চরম উত্তেজনায় হৃদয় থেকেই এমন উদযাপন করেছিলেন বলে জানান তিনি, 'এটা ভালো উদযাপন ছিল না। আমি সেটা স্বীকার করছি। তবে আমি এটা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। খেলোয়াড় হিসেবেও আমি লাজিওতে এটা করেছিলাম এবং সেটা আবার করলাম। এটা অন্য দলের সমর্থকদের জন্য নয়, আমি আমাদের সমর্থকদের উদ্দেশেই করেছিলাম। কেউ ক্ষুব্ধ হলে আমি আন্তরিকভাবে দুঃখিত।' উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কখনো শিরোপা জেতেনি অ্যাটলেটিকো। তবে বিগত ছয় বছরে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ফাইনাল আর একটি সেমিফাইনালে হেরেছে ক্লাবটি।