পাঁচ আঙুলে রোনালদোর জবাব

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এভাবেই মাঠে প্রতিক্রিয়া দেখান রোনালদো
ক্রীড়া ডেস্ক প্রায় এক দশক রিয়াল মাদ্রিদে খেলেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি মাদ্রিদবাসীর তাই আলাদা একটা টান ছিল। কিন্তু পর্তুগিজ যুবরাজ জুভেন্টাসে পাড়ি জমানোর পর সেই টানটা যে আর নেই, সেটা প্রমাণ হয়ে গেল বুধবার রাতে। এদিন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ইতালির ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে মাদ্রিদে এসেছিলেন তিনি। কিন্তু দর্শকদের কাছ থেকে শুনেছেন দুয়ো। যার জবাব রোনালদো দিয়েছেন হাতের পাঁচ আঙুল দেখিয়ে। মাদ্রিদে রোনালদোর ফেরাটা একেবারেই সুখকর হয়নি। দল হেরেছে ২-০ গোলে, নিজের পারফরম্যান্সও ভালো ছিল না। তারওপর দর্শকদের দুয়ো। এর জবাব মাঠেই একবার দিয়েছেন রোনালদো, এরপর মিডিয়া জোনে আরও একবার। পর্তুগিজ যুবরাজের এমন ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি কারও। পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি বুঝিয়েছেন সেটাই। আরও বুঝিয়েছেন, এখন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে একবারও শিরোপা জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর সাফল্য ঈর্ষণীয়। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার তিনি। অ্যাটলেটিকোর বিপক্ষেও বেশ সফল তিনি। আগের ৩১ ম্যাচে ২২ গোল করেছেন। কিন্তু এদিন ওয়ান্দা মেট্রোপলিটানোতে তার সময়টা কেটেছে দুঃস্বপ্নের মতো। এমন ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হননি তিনি। তবে আরও একবার পাঁচ আঙুল দেখিয়ে ঘোষণা করেছেন, 'আমি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, এরা কিছুই জেতেনি।' এরপর হাতের সাহায্যেই শূন্য দেখিয়েছেন। শূন্য হাতেই মাদ্রিদ থেকে তুরিনে ফিরে গেছেন রোনালদো। ৩৪ বছর বয়সী মহাতারকা নিশ্চিত করেই তুরিনে ফিরেছেন জবাবটা আরও কঠিন করে দেয়ার প্রতিজ্ঞা নিয়ে। ফিরতি লেগটা হবে সেখানেই। তবে প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে পড়ায় নিজেদের ডেড়ায়ও কঠিন চ্যালেঞ্জ দেখছেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি, 'তুরিনেও কাজটা সহজ হবে না। আমাদের অসাধারণ একটা ম্যাচ খেলতে হবে। তবে আমি আত্মবিশ্বাস হারাচ্ছি না।' হারানোর কথাও না। গত আসরে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরেও বার্নাবু্যতে যেভাবে লড়াইয়ে ফিরেছিল জুভেন্টাস, আলেগ্রি আত্মবিশ্বাস খুঁজছেন সেখান থেকেই, 'গত মৌসুমে (রিয়াল) মাদ্রিদের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ার পরও আমরা শেষ হয়ে যাইনি এবং এবারও নয়। এই পরাজয়টা আমাদের দ্রম্নত ভুলে যেতে হবে এবং তুরিনে ভালো খেলার চেষ্টা করতে হবে। কারণ অ্যাটলেটিকোর মতো দলের বিপক্ষে ভুল করলে বিপদে পড়তেই হবে।' এদিকে নিজেদের মাঠে জিতেও বড় স্বস্তিতে নেই অ্যাটলেটিকো। দলীয় কোচ ডিয়েগো সিমিওনের কথাতেই তা স্পষ্ট, 'আমরা জানি, তুরিনে কাজটা কঠিন হবে। আমি নিশ্চিত, সেখানে আমাদের অনেক ভুগতে হবে। ভিন্ন কোনো পথ আমি অন্তত দেখছি না। এটা আমার ছেলেদের জন্য। এখানে তোমরা অনেক কিছু জিততে পার, তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল হিসেবে তোমাদের এই মুহূর্তগুলো মনে রাখতে হবে।'