মোহামেডানে জয় অধরা জামালের

ড্রয়ে খুশি মোহামেডান, এবারের লিগে যাদের বলা হচ্ছে 'সবথেকে সহজ প্রতিপক্ষ' তাদের সঙ্গে ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশ শেখ জামাল। যদিও ১২ পয়েন্ট নিয়ে পূর্বের ষষ্ঠ স্থানটা ধরে রযেছে তারা। অন্যদিকে, এই ড্র'তে ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী মোহামেডান

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আক্রমণে শেখ জামাল, শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে প্রিমিয়ার লিগের খেলায় এমন অনেক আক্রমণ শানিয়েও জয়সূচক গোলের দেখা পায়নি দলটি -বাফুফে
ড্রয়ের বৃত্তেই বন্দি রইল শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর মোহামেডান। আগের রাউন্ডে নিজ নিজ ম্যাচে ড্র করার পর শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মুখোমুখি লড়াইয়েও জয় দেখেনি কেউ। ১-১ গোলে ড্র করেছে মোহামেডান-শেখ জামাল। ড্রয়ে খুশি মোহামেডান, এবারের লিগে যাদের বলা হচ্ছে 'সবথেকে সহজ প্রতিপক্ষ' তাদের সঙ্গে ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশ শেখ জামাল। যদিও ১২ পয়েন্ট নিয়ে পূর্বের ষষ্ঠ স্থানটা ধরে রযেছে তারা। অন্যদিকে, এই ড্র'তে ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী মোহামেডান। ডিফেন্ডার মনির হোসেন অঘটনের জন্ম না দিলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতো জোসেফ আফুসির শিষ্যরা। কারণ মোহামেডানের লিড নেয়া গোলটি ছিল আত্মঘাতী। যদিও শুরুর দিকে এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েছিল শেখ জামালই। অষ্টম মিনিটে বক্সের সামান্য দূরেই বা প্রান্তে ফ্রিকিক পায় তারা। বল নিয়ে বক্সের উদ্দেশ্যে যাবার মুহূর্তে লুসিয়ানুকে ফাউল করেন মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার ওরিয়াকো। রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্মের শট বক্সে জটলার মধ্যে পেয়ে লাফিয়ে উঠে হেড করেন ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। কিন্তু বল অল্পের জন্য জালে না জড়ানোতে হতাশায় পুড়েন এই ফরোয়ার্ড। ১৬ মিনিটে আবারো ফ্রি কিক পায় জোসেফ আফুসির শিষ্যরা। বক্স থেকে প্রায় ১০ গজ দূরে। এবারো শট নেন দলীয় অধিনায়ক সলোমন। তার ভাসিয়ে দেয়া বল দক্ষতার সঙ্গে গ্রিপ করেন মোহামেডানের গোলরক্ষক সারোয়ার জাহান। ২৪ মিনিটে এক গোল উপহার দিয়ে প্রতিপক্ষকে এগিয়ে দেয় শেখ জামাল। মাঝমাঠ থেকে মোহামেডানের মিডফিল্ডার অনিক ঘোষের দূরপালস্নার শট বক্সের বা প্রান্ত থেকে হেডে নিজেদের গোলরক্ষকের উদ্দ্যেশ্যে বাড়িয়ে দিতে যান জামাল ডিফেন্ডার মো. মনির হোসেন। কিন্তু পোস্ট ছেড়ে অনেকটা সামনে চলে এসেছিলেন গোলরক্ষক। যে কারণে বলটি আয়ত্বে নিতে পারেননি তিনি। বল জড়ায় জালে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় ঐতিহ্যবাহী সাদাকালো শিবির। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া শেখ জামাল চেষ্টার কোনো কমতি রাখেনি। ৬৩ মিনিটে সফলও হয় তারা। কিরগিজ ফরোয়ার্ড ডেভিড ব্রম্নসের জোগান দেয় বলে বক্সের প্রায় ১০ গজ দূর থেকে জোরালো শট নেন সলোমন কিং। গোলরক্ষক কোনো কিছু বুঝে ওঠার আগেই বল আশ্রয় নেয় জালে (১-১)। শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি শেখ জামাল। মোহামেডানও আর গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয় তাদের। এতে হতাশা আছে শেখ জামাল শিবিরে। তবে একটি পয়েন্ট পেয়েই মহাখুশি মোহামেডান। প্রধান কোচবিহীন দলটি গত ম্যাচে এক পয়েন্ট দিয়ে হারের বৃত্ত থেকে বের হয়ে আসে। শক্তিধর জামালের বিপক্ষে ড্রয়ে আরও একটি পয়েন্ট পেল তারা। প্রিমিয়ার লিগে আজ দুটো ম্যাচ রয়েছে। দুটোই ঢাকার বাইরে। খেলা শুরু হবে দুপুর ৩টায়। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। অন্যদিকে নোফেল বনাম ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি হবে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে।