বেসবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন পুলিশ

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শিরোপা হাতে এভাবেই উচ্ছ্বাসে মেতে উঠেন টানা তৃতীয়বারের মতো জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়রা -সৌজন্য
ওয়ালটন জাতীয় বেসবল প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ দল। দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। তৃতীয় হয়েছে নবাগত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি। শুক্রবার সকাল ৮টায় ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাংলাদেশ পুলিশ ৪-৩ পয়েন্টে বাংলাদেশ আনসারকে পরাজিত করে হ্যাটট্রিক শিরোপা জিতে নেয়। চ্যাম্পিয়ন দলের হয়ে সোহান, জাহিদ, রেদওয়ান ও সালাম একটি করে পয়েন্ট অর্জন করেন। অপরদিকে রানার্সআপ আনসার দলের হয়ে সালমান, সাব্বির ও সবুজ মুন্সী একটি করে পয়েন্ট অর্জন করেন। সকালে ফাইনাল খেলা শুরুর আগে ঢাকার চকবাজারের অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও কর্মকর্তারা। তিন দিনব্যাপী জাতীয় বেসবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রম্নপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা, প্রশাসন মীর মোতাহার হাসান, রেডিও টুডে'র হেড অব প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।