নিউজিল্যান্ডের টেস্ট দলে অ্যাস্টল

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাংলাদেশকে রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছে নিউজিল্যান্ড। আসন্ন তিন টেস্টের সিরিজেও অতিথিদের বিন্দুমাত্র ছাড় দেয়ার মানসিকতা নেই স্বাগতিকদের। পূর্ণ শক্তির দল ঘোষণা করেই তার প্রমাণ দিয়েছে কিউইরা। শুক্রবার ঘোষিত ১৩ সদস্যের দলে সবাই নিয়মিত মুখ। পরিবর্তন বলতে শুধু এজাজ প্যাটেলকে সরিয়ে টড অ্যাস্টলের ফিরে আসা। ২০১৮ সালে একের পর এক ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে অ্যাস্টলকে। কুনুইয়ের চোটে জুনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট এবং আরব আমিরাত সফরে পাকিস্তানের বিপক্ষে খেলতে না পারা ক্যান্টাবুরির ৩২ বছর বয়সি এই স্পিনার দলে ফিরছেন অস্ত্রোপচারের পর। তার অনুপস্থিতিতেই নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হয় প্যাটেলের। অ্যাস্টল ফেরায় এবার তাকেই জায়গা ছেড়ে দিতে হচ্ছে। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াডের বাকিরা জায়গা ধরে রেখেছেন। তবে এক্ষেত্রে নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন উইল ইয়ং। ইনজুরির ধাক্কায় একের পর এক ম্যাচ মিস করা মিচেল স্যান্টনার দ্রম্নতই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। তাতেই দলে টিকে গেছেন ইয়ং। অ্যাস্টলকে দলে ফিরে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত নিউজিল্যান্ড জাতীয় দলের নির্বাচক গ্যাভিন লারসেন। তিনি বলেছেন, 'সুস্থ হয়ে টড অ্যাস্টলের দলে ফিরে আসাটা দারুণ ব্যাপার। নিউজিল্যান্ডের কন্ডিশনে তার রিস্ট-স্পিন কতটা কার্যকর হয়, তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। তার ফেরা ব্যাটিংয়েও শক্তি বাড়াবে।' তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি ২৮ ফেব্রম্নয়ারি হ্যামিল্টনে শুরু হবে। দ্বিতীয়টি ওয়েলিংটন এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং উইল ইয়ং।