নোফেলেও ডুবল ব্রাদার্স

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ব্রাদার্সের বিপক্ষে গোলের পর নোফেলের ইসমাইল বাঙ্গুরার উদযাপন -বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এবার মোটেই ভালো করতে পারছে না ব্রাদার্স ইউনিয়ন। টানা চার হারের পর এবার তলানির দল নোফেল স্পোর্টিং ক্লাবের কাছেও ২-০ গোলে হেরেছে তারা। চলতি লিগে এটি তাদের ষষ্ঠ হার। গোপীবাগের দলটিকে সেই হার উপহার দিয়ে প্রথম জয়ের স্বাদ নিল নবাগত ক্লাব নোফেল। এই জয়ে ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থান থেকে চারধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তলানিতে নেমে গেছে ব্রাদার্স। অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব নিজেদের হোম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করেছে। এই ড্রতে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পূর্বের চতুর্থ স্থানেই থাকল শিরোপাপ্রত্যাশী দলটি। ৮ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ১০ পয়েন্ট। এক পয়েন্ট তাদেরও টেনে তুলতে পারেনি। তাই পূর্বের সপ্তম স্থানেই থাকল চট্টলার দলটি। প্রিমিয়ার লিগে সাইফের এটি দ্বিতীয় ড্র। চট্টগ্রাম আবাহনীর টানা দ্বিতীয় এবং মোট চতুর্থ ড্র এটি। গত ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল তারা। অনেক চেষ্টা করেও সাইফ আর চট্টগ্রাম আবাহনী- দু'দলের কেউই গোলমুখ খুলতে পারেনি। মাঠে তারা চমক দেখাতে ব্যর্থ হলেও বাফুফের চমক কিন্তু ছিল! গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে মাঝের ক'দিন অনলাইন স্ট্রিমিংয়ে ভুলভ্রান্তি কিছুটা দূর করলেও শনিবার দেখা গেছে- পুরানো রূপেই ফিরে গেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কারণ এদিনও চট্টগ্রাম আবাহনীর পাশে ঢাকা আবাহনীর লোগোই ব্যবহার করেছে তারা। বাফুফের এমন দায়িত্বহীনতা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভপ্রকাশ করেছেন বেশকিছু ফুটবলপ্রেমী। এদিকে, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নিজেদের হোম ভেনু্যর সুবিধা দারুণভাবেই কাজে লাগিয়েছে নোফেল। ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। টানা তিন হারে লিগ শুরুর পর রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলের ড্র করে ঘুরে দাঁড়ায় নোফেল। এরপর বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করে আরামবাগের কাছে হার মানে ১-০ গোলে। সেই নোফেল এদিন ব্রাদার্সের বিপক্ষে যেন জয়ের পণ করেই নেমেছিল মাঠে। শুরু থেকেই ব্রাদার্সের ওপর ছড়ি ঘুরিয়েছে তারা। ম্যাচের চতুর্থ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে লম্বা ক্রস করেন মিডফিল্ডার খন্দকার আশরাফুল ইসলাম। বক্সে বল উড়ে যাবার মুহূর্তে হেডে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন নোফেলের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (১-০)। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। বক্সের বাঁপ্রান্ত থেকে কোনাকুনি শটে ব্রাদার্সের জাল কাঁপান ডিফেন্ডার মো. ফরহাদ মোনা (২-০)। ইনজুরি টাইমে বক্সের বেশ কাছেই ফ্রিকিক পায় ব্রাদার্স। কিন্তু শেষ সহজ সুযোগটিও কাজে লাগাতে পারেনি সৈয়দ নইমুদ্দিনের শিষ্যরা। তাই শেষ পর্যন্ত নোফেলের কাছেও পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ে তারা। প্রিমিয়ার লিগে আজ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে আরামবাগ ক্রীড়া সংঘ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের প্রতিপক্ষ টিম বিজেএমসি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ৩টায়। এই দুটো ম্যাচ দিয়ে শেষ হবে অষ্টম রাউন্ডের খেলা। নবম রাউন্ড শুরু হবে ২৭ ফেব্রম্নয়ারি থেকে।