টি২০ সিরিজ

কোহলির দুর্ভাবনার এক সিরিজ!

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি২০ আজ

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করে দিয়েছে সব দল। ভারতও ব্যতিক্রম নয়। কিন্তু সেই প্রস্তুতির ফাঁকে টি২০ ম্যাচ খেলাটা মোটেও ভালো চোখে দেখছেন না দলটির অধিনায়ক বিরাট কোহলি। বড় দুর্ভাবনা নিয়েই আজ বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন তিনি। কোহলির দুর্ভাবনা শুধু এই সিরিজই নয়, তাকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে কদিন পর শুরু হতে যাওয়া আইপিএলের পরবর্তী আসরটিও। অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় দলনায়ক কোহলির প্রেস কনফারেন্সটি রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত হয়ে রইল। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল গুছিয়ে নেয়ার বিষয়টি ঘুরেফিরে বার বার উঠল। যার প্রেক্ষিতে সময়ের সেরা ব্যাটসম্যান জানিয়ে দিলেন- তার এবং প্রতিপক্ষ দলের উপকারে আসত যদি টি২০ ফরম্যাটের বদলে ম্যাচ দুটো ওয়ানডে হতো। অজিদের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজে ভারত দুটি টি২০ এবং পাঁচটি ওয়ানডে খেলবে। বিশ্বকাপে যাওয়ার আগে এটাই মূলত ভারতের শেষ সিরিজ। এরপরই প্রতিটি খেলোয়াড় ভারতীয় প্রিমিয়ার লিগে যার যার ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অংশ নিবেন। টি২০ ম্যাচ খেলা দলটির জন্য বড় ধাক্কা হতে পারে বলেই মানছেন কোহলি। সতীর্থদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, 'টি২০র খারাপ স্বভাবগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং এর বিরূপ প্রভাব প্রতিফলিত হতে পারে আসন্ন বিশ্বকাপে। আমি আশা করছি প্রতিটি খেলোয়াড় নিজের মানসিকতা ধরে রাখবে এবং বিশ্বকাপের পূর্বে টি২০র কারণে কেউ মেজাজ হারাবে না।' কোহলি আরও বলেন, 'যারা বিশ্বকাপ মূল দলের অংশ হবেন তাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে- ওয়ানডে স্টাইল থেকে কেউ যেন দূরে সরে না যায়।' শঙ্কা প্রকাশ করে সঙ্গে যোগ করেন, 'আমাদের খুব সতর্ক থাকতে হবে বাজে অভ্যাসগুলো থেকে, যেগুলো আইপিএলের কারণে চলে আসতে পারে। আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি- আমি ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে নজর রাখছি, যেভাবে আমি সারা বছর তিনটি ফরম্যাটেই খেলেছি। অতিরঞ্জিত কিছুই করব না, কেননা বিশ্বকাপের আগে ফ্রেম অব মাইন্ড ঠিক রাখাটাই আসল বিষয়।' সবকিছু মিলিয়ে সামনে কঠিন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কোহলি, 'আইপিএল চলাকালে যে পরিমাণ অনুশীলন এবং ভ্রমণ করবেন এবং বেশকিছু ম্যাচ খেলবেন ভিন্ন ভিন্ন তাপমাত্রা ও কন্ডিশনে- সত্যি বলতে এটা অবশ্যই ভীষণ চ্যালেঞ্জিং। কিন্তু ক্রিকেটার হিসেবে আপনাকে সবকিছু পরিকল্পনামাফিক করতে হবে। আপনার কতটুকু অনুশীলনের প্রয়োজন সেটা আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি বল ঠিকঠাক মতো ব্যাটে লাগাতে সমর্থ হন তবে আপনার অতিরিক্ত অনুশীলনের কোনো প্রয়োজন নেই।' কোহলি আরও বলেছেন, 'আমার মনে হয় আমাদের এসব বিষয় মাথায় রাখতে হবে। যদি টুর্নামেন্ট চলাকালে আপনার দল ভালো অবস্থানে থাকে তবে আপনি ২/৩টি ম্যাচে বিশ্রাম নিতে কার্পণ্য করবেন না। সবকিছু নির্ভর করছে আপনার ফিটনেসের ওপর এবং আপনাকে অবশ্যই সততা বজায় রাখতে হবে নিজের প্রতি এবং দেখতে হবে আপনি কেমন অনুভব করছেন। নিজেদের ক্ষমতার বেশি কিছু করা উচিত নয়। কেননা সেটি ভারতীয় দলের জন্য ক্ষতিকর হতে পারে।'