দেশে ফিরলেন নারী ক্রিকেটাররা

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টি২০ বিশ্বকাপ বাছাই পবের্ চ্যাম্পিয়ন হয়ে সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোডের্র কমর্কতার্রা। বাছাই পবের্ চ্যাম্পিয়ন হওয়ায়, মূল পবের্ ভালো খেলার আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন অধিনায়ক সালমা খাতুন। বিশ্বকাপের আগে বিদেশে আরও প্রস্তুতি ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছেন বিসিবির প্রধান নিবার্হী নিজাম উদ্দিন চৌধুরী। বিশ্বকাপের বাছাই পবের্ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রুমানা, সালমারা। ফাইনালে ওঠার পরই তাদের বিশ্বকাপের মূল পবের্ খেলার টিকিট নিশ্চিত হয়। টুনাের্মন্টে সব ম্যাচেই জিতেছে টাইগ্রেসরা। ফাইনালে তারা হারায় তুলনামূলক শক্তিশালী আয়ারল্যান্ডকে। বাছাই পবের্র আগে এ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ জিতেছিল জাহানারা, সালমারা। এর আগে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রিকেটে হইচই ফেলে দেন নারী ক্রিকেটাররা। টানা তিন সাফল্যে আত্মবিশ্বাসের তুঙ্গে সালমা, রুমানারা। বিমানবন্দরে নেমে অধিনায়ক সালমা খাতুন বলেন, এবার মিশন বিশ্বকাপ। ভালো খেলতে বদ্ধপরিকর টাইগ্রেসরা। মেয়েদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বিসিবিও। প্রধান নিবার্হী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিশ্বকাপের আগে আরও প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হবে।