ফুটবলকে বিদায় বললেন কাহিল

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নিঃসন্দেহেই অস্ট্রেলিয়ার সবর্কালের সেরা ফুটবলার হিসেবে চলে আসবে টিম কাহিলের নাম। সকারুদের পক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকডর্ধারী এই ফুটবলার এবার অবসর নিয়ে ফেললেন। রাশিয়া বিশ্বকাপের পর পরই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। রাশিয়া বিশ্বকাপের গ্রæপ পবর্ থেকেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। একটি ম্যাচে সকারুরা করেছিল ড্র। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল দুটি ম্যাচেই। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে হয়েছিল টিম কাহিলকে। এমন হতাশাজনক এক বিশ্বকাপ মিশনের পর ৩৮ বছর বয়সী কাহিল যে অবসরের ঘোষণা দেবেন- তা নিয়ে অবশ্য বিস্ময়ের কিছু নেই। অবসরের ঘোষণা দিয়ে টুইটারে কাহিল লিছেছেন, ‘আজই সেই দিন যেদিন আমি আমার আন্তজাির্তক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিচ্ছি। দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা কেমন ব্যাপার সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমার ক্যারিয়ারজুড়ে যারা আমাকে সমথর্ন দিয়ে গেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।’ ২০০৪ সালে আন্তজাির্তক ফুটবলে অভিষেকের পর অস্ট্রেলিয়ার জাসির্ গায়ে টিম কাহিল খেলেছিলেন ১০৭টি ম্যাচ। করেছিলেন ৫০টি গোল।