আসের্নালে ২২ বছর ওয়েঙ্গারের ভুল!

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আসের্নালের সাবেক কোচ আসের্ন ওয়েঙ্গারের সামনে অনেক সুযোগ ছিল। রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলেও লম্বা সময়ের জন্য বেশ কয়েকবার তাকে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু কারোর ডাকেই সাড়া দেননি তিনি। কোচ হিসেবে দীঘর্ ২২ বছর আসের্নালে থাকাটা ভুল ছিল বলে মনে করছেন ওয়েঙ্গার। তার মতে, গানার্রদের জন্য নিজের চ্যালেঞ্জের কাছেই বন্দি ছিলেন তিনি। আসের্নালের সঙ্গে ওয়েঙ্গার নামটা সমাথর্ক হয়ে উঠেছিল। কিন্তু লম্বা সময় শিরোপা না জেতার কারণে তাকেই সরিয়ে দিতে প্রতিবাদ করেন ক্লাব সমথর্করা। পরে ২০১৭-১৮ মৌসুম শেষে পদত্যাগের ঘোষণা দেন ফুটবলের ’প্রফেসর’। ৬৮ বছরের ফরাসি কোচ এখন মনে করছেন, লন্ডনে না থেকে অনেক আগেই তিনি নতুন চ্যালেঞ্জ নিতে পারতেন। সম্প্রতি আরটিএলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ওয়েঙ্গার। সেখানে একটানা আসের্নালে ২২ বছর থাকাটা ভুল ফরাসি কোচের কাছে, ‘সম্ভবত একটা ক্লাবেই ২২ বছর থাকা ভুল ছিল। আমার সে সময় অনেক কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু সে সুযোগগুলো গ্রহণ করিনি। আসলে আমি চ্যালেঞ্জ নিতেও ভালোবাসি। কিন্তু আমি আমার নিজের চ্যালেঞ্জের কাছেই বন্দি ছিলাম।’ আসের্নালের হয়ে ২২ বছরের তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন ওয়েঙ্গার। যার মধ্যে ছিল তার ২০০৩-০৪ মৌসুমের ‘অপরাজেয়’ দল। ওই মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল নথর্ লন্ডনের দলটি। এছাড়া সাতটি এফএ কাপও জিতেছেন তিনি। আসের্নাল ছাড়ার পর এখনো কোনো দলের দায়িত্ব নেননি ওয়েঙ্গার। তবে সবের্শষ খবর, আসের্নালে রাজত্ব করা ওয়েঙ্গার এবার পাড়ি জমাতে পারেন জাপানে।