ওয়ানডেতে ঘুরে দঁাড়াবে টাইগাররা?

অবশ্যই এখন থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। এখান থেকেই প্রস্তুতি শুরু। কিছু সুনিদির্ষ্ট জায়গা আছে, যেখানে কিছু ক্রিকেটারকে নিয়ে এখন থেকেই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বিশ্বকাপে আমরা যাকে চাই তাকেও তো পযার্প্ত সময় দিতে হবে Ñমাশরাফি বিন মতুর্জা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টেস্টের ব্যথর্তা ভুলে ওয়ানডে সিরিজে ঘুরে দঁাড়াতে মরিয়া বাংলাদেশ। প্রস্তুতি শুরু করেছেন সাকিব-বিজয়রা। দলে যোগ দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। এরই মধ্যে যোগ দিয়েছেন নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক। ২২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুঃস্বপ্নের মতো গেছে টেস্ট সিরিজ। ইতিহাসের সেরা বাজে ব্যাটিং প্রদশির্ন করেছেন মুমিনুল-সাকিব-মুশফিকরা। চার ইনিংস মিলিয়ে ১০০ রানও ছুতে পারেননি কোনো টাইগার ব্যাটসম্যান। একদিকে ক্যারিবিয়ান বোলারদের আগ্রাসন, অন্যদিকে টাইগারদের ফমর্হীনতা ওয়ানডে সিরিজেও আশাবাদি করছে না। তবে মাশরাফির নেতৃত্ব বলেই কিছু আশার আলো দেখা দিচ্ছে। ক্যাবিরীয় সফর দিয়েই বাংলাদেশের কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন স্টিভ রোডস। এবার নতুন ফিল্ডিং কোচ হিসেবে রায়ান কুককে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি)। এই যুগলের হাত ধরে ভালো কিছুর স্বপ্ন দেখছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আশার বাণি শুনিয়ে গেছেন দলপতি মাশরাফিও। একই সঙ্গে জানিয়ে গেছেন, এই সিরিজ দিয়েই ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। স্ত্রীর অসুস্থতার কারণে এই সফরে মাশরাফির যাওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছিল। শেষতক সব শঙ্কা উড়িয়ে দলে যোগ দিয়েছেন তিনি। মজার ছলে জানালেন, ২০১৯ বিশ্বকাপেও তিনি অনিশ্চিত। পরে সিরিয়াস হয়ে বললেন, ‘অবশ্যই এখন থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। এখান থেকেই প্রস্তুতি শুরু। কিছু সুনিদির্ষ্ট জায়গা আছে, যেখানে কিছু ক্রিকেটারকে নিয়ে এখন থেকেই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বিশ্বকাপে আমরা যাকে চাই তাকেও তো পযার্প্ত সময় দিতে হবে।’ ওয়ানডে সিরিজের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পুরোদমে প্রস্তুতি চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তীব্র গরম হলেও অনুশীলনে ঘাটতি রাখতে চায় না স্টিভ রোডসের দল। এমনটাই জানিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। এ ছাড়া টেস্টের ব্যথর্তা ঘুচিয়ে, ওয়ানডে সিরিজে স্বরূপে ফিরবে টিম বাংলাদেশ, এমনটাও প্রত্যাশা তার। ব্যক্তিগত লক্ষ্যও আছে বিজয়ের, ভালো খেলে এবার দলে জায়গাটা পাকা করতে চান তিনি। টেস্ট সিরিজে ভরাডুবির পরই শুরু হয়ে যায় ওয়ানডের প্রস্তুতি। দলে যোগ দিয়েছেন ছয় ক্রিকেটার। মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আবু হায়দার রনিদের সঙ্গে নতুন করে দলে যোগ দেয়ার তালিকায় বিজয়ও একজন। তীব্র গরম উপেক্ষা করেই চলছে টাইগারদের অনুশীলন। অনুশীলন প্রসঙ্গে বিজয় বলেছেন, ‘আমাদের প্রথম প্র্যাকটিস সম্পন্ন হলো। আমরা যারা লম্বা জানির্ করে এসেছি তারা প্র্যাকটিস করেছি।’ জাসির্র রং বদলালেই খেলাটাও বদলে যায় টিম বাংলাদেশের। গেলো কয়েক বছরে রঙিন জাসিের্ত টাইগারদের বণীর্ল পারফরম্যান্সের পুনরাবৃত্তি হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও, বিশ্বাস বিজয়ের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল। সেই ম্যাচেই আসলে প্রকৃত অবস্থা সম্পকের্ একটা ধারণা পাওয়া যাবে।