জিদান-রোনালদো পরবতীর্ যুগ শুরু রিয়াল মাদ্রিদে

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ইতিহাস গড়েছিলেন, কোচ জিনেদিন জিদান এর থেকেও বড় চমকটা দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়ে। শেষতক চলেই গেছেন জিজু। রিয়াল ছেড়েছেন প্রায় এক দশক ক্লাবটির প্রাণভোমরা হয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোও, তিনি যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। স্প্যানিশ ক্লাবটি অবশ্য বসে নেই, নতুন কোচ হুলেন লোপেতেগির অধীনে রিয়ালে শুরু হয়ে গেছে জিদান-রোনালদো পরবতীর্ যুগ। রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগমুহ‚তের্ লোপেতেগিকে বরখাস্ত করে স্পেন। এর একমাত্র কারণ ছিল, স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে না জানিয়েই রিয়াল কোচের চাকরিটা পাকা করে ফেলেছিলেন তিনি। জিদান বিদায় নেয়ার পর পছন্দের কোচ পেয়ে রিয়াল কতৃর্পক্ষ এক বিবৃতিতে বিষয়টা প্রকাশ করে দেয়। নড়েচড়ে বসেন স্পেন দলের ফুটবল কতার্রা। এরই প্রেক্ষিতে বরখাস্তের সিদ্ধান্ত। দল নিয়ে রাশিয়ায় যাওয়া লোপেতেগিকে ফিরে আসতে হয়। বিশ্বকাপ শেষে এই কোচ রিয়ালেই শুরু করে দিলেন তার ক্যারিয়ারের নতুন অধ্যায়। নতুন শিষ্যদের নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন লোপেতেগি। তার প্রথম সেশনে ছিলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল, ফরাসি তারকা করিম বেনজেমা। ক্রিশ্চিয়ানো রোনালদো এরই মধ্যে রিয়াল ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালির ক্লাব জুভেন্টাসে। দলের মূল তারকাদের বিশ্বকাপ ছুটি থাকায় একাডেমির খেলোয়াড়রাও যোগ দিয়েছিলেন লোপেতেগির কোচিং ক্লাসে। নতুন করে চুক্তি করা ১৯ বছর বয়সী ইউক্রেনের অ্যানড্রিই লুলিন আর ব্রাজিলের ১৮ বছর বয়সী ভিনসিয়াসও রিয়ালের নতুন কোচের অধীনে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন।