মেসি জাদুতে শেষ আটে বার্সা

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার অলিম্পিক লিওঁয়ের বিপক্ষে জোড়া গোল করায় মেসিকে অভিনন্দন জানাচ্ছেন কুতিনহো -ওয়েবসাইট
আগের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের পর সবার নজর ছিল বর্তমান বিশ্বের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসির ওপর। বার্সেলোনা তারকা জুভেন্টাস তারকার মতো ঠিক তিন গোল করতে পারলেন না, তবে যা করলেন তা হ্যাটট্রিকের চেয়ে কম কিসে! মেসি নিজে করলেন জোড়া গোল, সঙ্গে আরও দুটি করলেন অ্যাসিস্ট। যাতে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে কোনও অসুবিধাই হলো না। অলিম্পিক লিওঁকে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে কাতালানরা। বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফরাসি ক্লাবকে ৫-১ গোলে হারিয়েছে বার্সা। একাদশে মেসি-সুয়ারেজের সঙ্গী কে হবেন? পছন্দের তালিকায় কুতিনহো নাকি ডেম্বেলে? আর্নেস্তো ভালভার্দে তার ৪-৩-৩ ফরমেশন আস্থা রেখেছেন ফিলেপে কুতিনহোর ওপর। গুরুর আস্থার প্রতিদান দিয়েছেন শিষ্য। প্রথমার্ধেই দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বার্সার এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের শেষ সময়ে এসে উসমান ডেম্বেলেকেও খেলিয়েছেন ভালভার্দে। কুতিনহোর মতো গুরুর আস্থার প্রতিদান দিয়েছেন ডেম্বেলেও। লিওঁর মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্র করলেও বুধবারের দ্বিতীয় লেগে ৫-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। বু্য ক্যাম্পের ফলাফলে ৫-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের শেষ আটে খেলা নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। লিওঁর মাঠ থেকে প্রথম লেগ গোলশূন্য ড্র করে ফিরেছিল বার্সেলোনা। ঘরের মাঠ নু্য ক্যাম্পে তাই জয়ছাড়া কোনো পথ ছিল না।