সিরিজ হারে চিন্তিত নন কোহলি

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে নাস্তানাবুদ করে সিরিজ জিতে ফিরেছিল ভারত। অথচ সেই অজিদের কাছেই নিজেদের মাঠে হেরে বসেছে স্বাগতিকরা। ১০ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারী অস্ট্রেলিয়া। বুধবার রাতে দিলিস্নতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ভারতকে ৩৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় অ্যারন ফিঞ্চের দল। বিশ্বকাপের মিশনের শেষ প্রস্তুতির ওয়ানডে সিরিজ হার বড় একটি ধাক্কা ভারতের জন্য। তবে সেটি মানতে নারাজ কোহলি। জানানও দিলেন, 'এই সিরিজ হারে মোটেই চিন্তিত নই আমি'। এমনকি বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা ইতোমধ্যে সাজিয়ে ফেলেছে ভারত- এমনটিই দাবি করেছেন দলনায়ক বিরাট কোহলি। এই সিরিজ হারে বিশ্বকাপে প্রভাব পড়বে না বলে মনে করেন কোহলি। এ ব্যাপারে তিনি বলেন, 'বিশ্বকাপের জন্য দল তৈরি। বিশ্বকাপের সেরা ১১ ঠিক করে ফেলেছি আমরা। পরিবেশ অনুযায়ী একটা পরিবর্তন হবে। হার্দিক পান্ডিয়া দলে ফিরলে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। বোলিংয়ে আরও সুযোগ বেড়ে যাবে। আমরা যে পথে যাচ্ছি তাতে কোনো সমস্যা নেই। দল নিয়ে সঠিক পথেই আমরা এগিয়ে যাচ্ছি।'