ব্যাটিং পরামশর্ক পাচ্ছে টাইগাররা

আশা করছি ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং কনসালটেন্ট যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি তিনি ২২ তারিখের মধ্যে যোগ দেবেন Ñনিজামউদ্দিন চৌধুরী সুজন

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টেস্ট সিরিজে ভরাডুবির মূলে ছিল ব্যাটিং ব্যথর্তা। অ্যান্টিগা, জ্যামাইকার ২২গজ টাইগার ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজ পেসারদের দাপটের কাছে অসহায় আত্মসমপের্ণ চার ইনিংসে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৫০৪ রান! অথচ উইন্ডিজ যাওয়ার আগে দলে বোলিং দুবর্লতাই বেশি করে ভাবাচ্ছিল দলকে। সেখানে ব্যাটসম্যানদের লজ্জাজনক ব্যথর্তার মুখে সাকিব-মিরাজদের স্পিন আক্রমণ ও সাফল্য আশার আলো জাগিয়েছে। টাইগার ব্যাটসম্যানদের ওরকম পারফরম্যান্সের পর ক্যারিবীয়দের সামনে ওয়ানডে সিরিজের ব্যাটিং নিয়েও থাকছে চাপা আতঙ্ক। এমন অবস্থার মাঝে স্বস্তির খবর, ওয়ানডে সিরিজের আগেই টাইগারদের সঙ্গে যোগ দেবেন নতুন ব্যাটিং পরামশর্ক। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানায়। তার আগেই দলের সঙ্গে নতুন ব্যাটিং পরামশর্ক যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নিবার্হী কমর্কতার্ নিজামউদ্দিন চৌধুরী। তবে নামটা গোপনই রাখলেন! বুধবার বিসিবি কাযার্লয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আশা করছি ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং কনসালটেন্ট যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি তিনি ২২ তারিখের মধ্যে যোগ দেবেন।’ বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে টাইগারদের ব্যাটিং পরামশর্ক হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। তবে নিজামউদ্দিন চৌধুরী ব্যাটিং পরামশের্কর নাম বলতে চান না এখনই, ‘আমরা এখন যে চুক্তিগুলো করছি সেটা ২০১৯ বিশ্বকাপ বিবেচনায় রেখেই করছি। একটা চুক্তির খুঁটিনাটি বিষয় থাকে। পুরো বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত (কোচের নাম ও মেয়াদ) জানিয়ে দেব।’ গত বছরের জুলাইয়ে থিলান সামারাবিরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে চুক্তি করেনি বিসিবি। এক বছর ধরে ব্যাটিং কোচ ছাড়া দেশ-বিদেশে খেলছে বাংলাদেশ। দীঘর্ অপেক্ষার পর সামারাবিরার জায়গায় নতুন কাউকে পেতে যাচ্ছেন তামিম-মুশফিকরা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিধাির্রত ছিল চলতি বছরের ডিসেম্বরে। তবে সেটি দুই মাস এগিয়ে এনে অক্টোবরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পিছিয়ে যাওয়ায় এগিয়ে আনা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। বিসিবির সিইও জানান, আসন্ন সিরিজ নিয়ে উভয় দেশের বোডের্র মধ্যে আলোচনা চূড়ান্ত পযাের্য় রয়েছে, ‘খুব শিগগিরই ফাইনালটা পেয়ে যাবেন। বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশন্সের মাঝে কথাবাতার্ ফাইনাল পযাের্য় রয়েছে। হয়ত আগামী দু-একদিনের মধ্যে সূচিটা পেয়ে যাবেন।’ জিম্বাবুয়ের সঙ্গে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। জিম্বাবুয়ে সিরিজ শেষ হলে ফিরতি সফরে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পূণার্ঙ্গ সিরিজ খেলায় ব্যস্ত। বিপিএলের ষষ্ঠ আসর হওয়ার কথা ছিল ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর। কিন্তু জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকতে পারে, এমন শঙ্কায় টুনাের্মন্ট পিছিয়ে জানুয়ারি-ফেব্রæয়ারিতে করার কথা ভাবছে বিপিএল গভনির্ং কাউন্সিল।