কাতারেও তিতেকে চান কাকা

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে তিতের অধীনে সাফল্য ধরা দেয়নি ব্রাজিলের। তবুও এই কোচের ওপর আস্থা রাখছেন সেলেকাওদের সাবেক তারকা ফুটবলার কাকা। তিনি মনে করছেন, কাতারে অনুষ্ঠেয় আগামী ২০২২ বিশ্বকাপে তিতেকে দরকার ব্রাজিলের। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টুনাের্মন্ট শুরুর আগে ফেভারিটের তালিকায় উপরের দিকেই ছিল ব্রাজিল। তবে কোয়াটার্র-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলের হেরে বিদায় নেয় নেইমাররা। জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলা কাকা মানছেন, সেরা আটে থাকাটা তার দেশে সাফল্যের মযার্দা পায় না। কিন্তু তিতের অধীনে সবকিছু ঠিক পথেই আছে বলে বিশ্বাস করেন ২০০২ সালে বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়। সেজন্য ২০২২ বিশ্বকাপে নতুন কাউকে কোচের গদিতে প্রয়োজন নেই বলে মনে করছেন তিনি, ‘যদি তিতে কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যান, তিনি ২০২২ সাল পযর্ন্ত তা ঠিক করতে পারবেন। আমি বিশ্বাস করি, সেলেকাওরা বিশ্বকাপে ভালো করেছে।’