আমরা খুবই ভয়হীন ক্রিকেট খেলেছি : কোচ দ্রাবিড়

আপনাকে এটাও মানতে হবে অস্ট্রেলিয়া খুব ভালো দল। তারাও ফাইনাল খেলতে এসেছিল টানা আট ম্যাচ জিতে। আমাদের এ নিয়ে কোনো সংশয় ছিল না যে এটা কঠিন ম্যাচ হবে। এমনিতে আমাদের আত্মবিশ্বাস ছিল যদি ভালো খেলি তাহলে সঠিক ফলটা পাব। কিন্তু দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট দিনে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। -কোচ রাহুল দ্রাবিড়

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের একটাই চাওয়া ছিল। আর সেটা হচ্ছে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জেতা। সেই ইচ্ছার অনেক কাছেও চলে গিয়েছিলেন তিনি। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। আর তাতে মন ভেঙে যায় তার। ২০২১ বিশ্বকাপের ব্যর্থতার পর রবি শাস্ত্রীকে সরিয়ে ভারতের কোচ হয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। লক্ষ্য ছিল একটাই, ঘরের মাটিতে বিশ্বকাপ শিরোপা চাই। মাঝে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শিরোপা স্পর্শ করা হয়নি ভারতের। তবু দ্রাবিড়ে আস্থা ছিল বোর্ডের। স্বপ্ন ছিল বিশ্বকাপ ঘিরে। ২০২২ টি২০ বিশ্বকাপটি ছিল ভারতের জন্য ব্যর্থতার একটি টুর্নামেন্ট। যদিও অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত সেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল তারা। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেনি ভারত। এরপর তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, যা ঘরের মাটিতে অনুষ্ঠিত হয়েছে। আর এই বিশ্বকাপ পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ড আস্থা রেখেছিল দ্রাবিড়ের উপর। তবে শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে হেরে আরও একবার মন ভেঙেছে ভারতীয়দের। ২০২৩ বিশ্বকাপটা দারুণ শুরু করেছিল ভারত। টুর্নামেন্টের লিগ পর্বের ৯ ম্যাচের প্রতিটিতেই জয় পায় কোহলিরা। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সাবধানী ক্রিকেট খেলতে গিয়ে ভারত হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আমি এটা বিশ্বাস করি না যে এই টুর্নামেন্টে ভয় নিয়ে খেলেছি। এই ফাইনাল ম্যাচেও ১০ ওভারে ৮০ রান ছিল আমাদের। এরপর আমরা উইকেট হারিয়েছি। যখন আপনি উইকেট হারাবেন, আপনার কৌশল ও টেকটিকস বদলাতে হবে। আমরা এই টুর্নামেন্টে ওটাই করেছি।' রাহুল আরও বলেন, 'আমরা খুবই ভয়হীন ক্রিকেট খেলেছি এ বারের বিশ্বকাপে। বিরাট-রাহুলের ওই ইনিংসটাই খেলা প্রয়োজন ছিল। আমাদের দুর্ভাগ্য যে বিরাট-রাহুল আউট হয়ে যায়। ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেনের মতো শেষ পর্যন্ত থাকতে পারলে আমরাও বড় রান তুলতে পারতাম।' তবে ম্যাচ হারলেও অস্ট্রেলিয়াকে যোগ্য আর ভালো খেলার বাহবা দিতে কার্পণ্য করেননি দ্রাবিড়। ভারতের কোচ বলেন, 'আমরা ফেবারিট ছিলাম কারণ আমরা ভালো খেলেছি কিন্তু আপনাকে এটাও মানতে হবে অস্ট্রেলিয়া খুব ভালো দল। তারাও ফাইনাল খেলতে এসেছিল টানা আট ম্যাচ জিতে। আমাদের এ নিয়ে কোনো সংশয় ছিল না যে এটা কঠিন ম্যাচ হবে। এমনিতে আমাদের আত্মবিশ্বাস ছিল যদি ভালো খেলি তাহলে সঠিক ফলটা পাব। কিন্তু দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট দিনে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।' আহমেদাবাদে ভারত ভুগেছে প্রথম ইনিংসের পরপরই। রান হয়েছে প্রত্যাশার চেয়ে কম। কোচ দ্রাবিড়ের মুখেও ছিল কম রানের আক্ষেপ, 'আমরা ৩০-৪০ রান কম করেছি। ২৮০-২৯০ রান করতে পারলে লড়াই হতো। অস্ট্রেলিয়া খুব ভালো বল করেছে। আমাদের বাউন্ডারি মারতে দেয়নি। রোহিত আউট হওয়ার পর বিরাট কোহলি এবং লোকেশ রাহুল ইনিংস গড়ার চেষ্টা করছিল। কিন্তু তাদের ইনিংসটা তেমন কার্যকর হয়নি।' কোচ রাহুলের বড় অ্যাসাইনমেন্ট ছিল এবারের বিশ্বকাপ নিয়ে। কিন্তু তাতে সফল হননি 'দ্য ওয়াল' খ্যাত সাবেক এই ক্রিকেটার বলেন। দ্রাবিড় বলেন, 'সত্যি বলতে আমি এটা (টি২০ বিশ্বকাপ) নিয়ে ভাবিনি। আমার মনে হয় আমাদের সব আয়োজন, এনার্জি, ফোকাস এই ম্যাচ ও টুর্নামেন্টে ছিল। এখন অবধিও তাই। আমি এখন ওসব নিয়ে ভাবিনি, ভবিষ্যতে কী হবে এ নিয়ে কোনো পরিকল্পনাও নেই।'