ভারতকে মুশফিকদের সমবেদনা
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল রোহিত শর্মার দল ভারত। ফাইনালের আগে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিল যে এবারের বিশ্বকাপ উঠবে ভারতের হাতেই। তবে ফাইনালে গিয়েই হোঁচট খেয়েছে কোহলিরা। অস্ট্রেলিয়ার কাছে কোনোরকম পাত্তাই পায়নি ভারত। ফাইনালে হারের পর প্রতিবেশী দেশ ভারতকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে এসেছে ভারত। প্রথম ম্যাচ থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচই জিতেছে তারা অনায়াসে। তবে ফাইনালে গিয়েই হোঁচট খেয়েছে রোহিত শর্মারা।
ঘরের মাঠে ফাইনাল হারাটা বেশ বেদনাদায়ক। অস্ট্রেলিয়ার কাছে হারের পর সামি, কোহলি, রোহিতের মুখে দেখা গেছে বেদনার ছাপ। আর ম্যাচ শেষ হওয়ার আগেই দর্শকরা মাঠ ছেড়েছেন।
ফাইনাল শেষে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ভারতীয় দলকে জানিয়েছেন সমবেদনা। নিজের ফেসবুক পেজে এক পোস্টে মুশফিক লিখেছেন, '২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। এটা তাদের প্রাপ্য। ভারতীয় দলের জন্য সমবেদনা। তারা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে।'
এদিকে লিটন দাস তার ফেসবুকে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, 'ষষ্ঠ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন।' এছাড়াও বাংলাদেশের অন্য ক্রিকেটাররাও অজিদের অভিনন্দন জানিয়েছেন।