টানা ১০ জয়ে ইউরো বাছাই শেষ করেছে পর্তুগাল

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শতভাগ রেকর্ড নিয়ে ইউরো বাছাই শেষ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। রোববার রাতে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রম্নপ জে-তে জিতেছে টানা ১০ ম্যাচ। ১০ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রম্নপ পর্ব শেষ করেছে পর্তুগিজরা। দুইয়ে থাকা সেস্নাভাকিয়ার পয়েন্ট ২২। তারাও মূল পর্ব নিশ্চিত করেছে। স্বাগতিকদের হয়ে বিরতির আট মিনিট আগে প্রথম গোলটি করেছেন ব্রম্ননো ফার্নান্দেস। ৬৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন রিকার্ডো হোর্তা। শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেষ্টা বাধাগ্রস্ত হলে আলগা বল থেকে জাল কাঁপিয়েছেন হোর্তা। এটা ধারণা করা হচ্ছে ২০১৬ সালের ইউরো জয়ীদের হয়ে হয়তো আগামী টুর্নামেন্টটাই ৩৮ বছর বয়সি রোনালদোর শেষ বড় টুর্নামেন্ট। এদিকে, স্বাধীন হওয়ার পর ইউরোর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সার্বিয়া। আগের চারবার তারা ব্যর্থ হয়েছিল। সর্বশেষ বুলগেরিয়ার সঙ্গে ২-২ ড্রয়ের পর গ্রম্নপ 'জি' থেকে দ্বিতীয়স্থান পাকা করে তারা মূল পর্ব নিশ্চিত করেছে। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকিট তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করে পর্তুগাল। বাছাইয়ে ১০ ম্যাচের সবগুলোই জিতল তারা। গত তিন ম্যাচে জালের দেখা পাওয়া দলের সেরা তারকা রোনালদো এ দিন বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। বাছাইয়ে তিনি করেছেন ১০ গোল। ম্যাচজুড়ে আধিপত্য দেখানো পর্তুগাল প্রথম সুযোগ পায় দ্বিতীয় মিনিটে। রুবেন দিয়াসের ক্রস থেকে বক্সে রোনালদোর হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।