সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মাশরাফিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রীড়া প্রতিবেদক টেস্ট সিরিজের লজ্জাজনক ব্যথর্তা ভুলে এবার ওয়ানডে সিরিজের জন্য অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২২ জুলাই। টেস্টের মতো ওয়ানডে সিরিজও কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে টাইগারদের। ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুতিও নিচ্ছে সাকিব-মুশফিকরা। তবে সীমিত ওভারের ম্যাচে সত্যিকারের প্রস্তুতি আজই। আজ বৃহস্পতিবার ইউনিভাসিির্ট অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের সাথে জ্যামাইকার সাবিনা পাকের্ যে একদিনের গা গরমের ম্যাচ। বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ঝেরে ফেলে দিয়ে বাংলাদেশের ক্রিকেটের ভক্ত সমথর্কদের কৌত‚হল এবার ওয়ানডে সিরিজের দিকে। নতুন ব্যাটিং পরামশর্ক পাওয়ার সুখবরের আগেই উইন্ডিজে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক। দলে কোচিং স্টাফদের শক্তি বাড়ালেও টাইগারদের মূল আকষর্ণ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মতুর্জা আজকের প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই অধিনায়কের। কারণ নিদির্ষ্ট সময়ের আগে ওয়ানডে অধিনায়ক জ্যামাইকায় পেঁৗছতে পারেননি বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। পানামা ছেড়ে ইকুয়েডরে কোচ গোমেজ ক্রীড়া ডেস্ক তার অধীনে এবার বিশ্বকাপে অভিষেক হলো পানামার। কিন্তু মধ্য আমেরিকার দলটি গ্রæপ পবের্র গÐি পেরোতে পারেনি। ব্যথর্তার দায় নিয়ে তাই পানামা ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়লেন হানার্ন দারিও গোমেজ। নতুন ঠিকানা হিসেবে তিনি বেছে নিয়েছেন দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরকে। ছোট দলের বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করাই যেন গোমেজের কাজ! ১৯৯৮ সালে নিজ দেশ কলম্বিয়াকে তিনি নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপে। চার বছর পর ইকুয়েডরের দায়িত্ব নেন তিনি। তার অধীনে ২০০২ সালের আসরের মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পায় ইকুয়েডর। এবার খেলল পানামা। যদিও দলটির কোচের দায়িত্বে আর থাকছেন না তিনি, ফিরে যাচ্ছেন সাবেক দল ইকুয়েডরে। তবে বিদায় বেলায় গোমেজ জানিয়ে গেছেন, পানামার প্রতি ভালোবাসাটা সব সময় হৃদয়ে পুষে রাখবেন তিনি, ‘নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন পথ পাড়ি দিতে যাচ্ছি। অথচ এখানেই আমার হৃদয়টা রেখে যাচ্ছি। পানামাকে প্রথম বিশ্বকাপে নিয়ে যাওয়ার কথাটা রাখতে পেরেছি। আর এই স্মৃতি হৃদয়ে গেঁথে থাকবে। পানামার জনগণও সেটা মনে রাখবে।’ ভারতের টেস্ট দলে পান্ত ক্রীড়া ডেস্ক ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোডর্ (বিসিসিআই)। ১৮ সদস্যের এই দলে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসমস্যান ঋষভ পান্ত। তবে পান্ত কেবল ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবেন। উইকেট সামলানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ দিনেশ কাতিের্কর ওপর। আগামী ১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারের পর ভারতের লক্ষ্য এখন টেস্টে ভালো কিছু করা। ইংল্যান্ডের মাটিতে তাদের রেকডর্ খুব একটা ভালো নয়। তবে এবার আটঘাট বেঁধেই নামছে বিরাট কোহলির দল। তবে দলে থাকলেও প্রথম তিন টেস্টে পেস বিভাগের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ’র খেলা অনিশ্চিত। বুড়ো আঙুলে চোট থাকায় প্রথম টেস্টটা মিস করবেন তিনি। সুস্থ হলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। ভারত টেস্ট দল বিরাট কোহলি (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, কারুন নায়ের, দিনেশ কাতির্ক, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হাদির্ক পান্ডিয়া, ইশান্ত শমার্, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শাদুর্ল ঠাকুর।