ডিপিএলে উড়ছে আবাহনী-মোহামেডান

সাকিব আবাহনীর হয়ে খেলছে এ কথা সত্য নয়। তবে নিউজিল্যান্ড থেকে ফেরা সৌম্য সরকার আকাশি জার্সি গায়েই এবারের লিগ খেলবেন। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সৌম্য এবং মোহাম্মদ মিঠুন আবাহনীর হয়ে খেলতে নামবেন।' - খালেদ মাহমুদ সুজন

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগে উড়ছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম তিন রাউন্ডের তিনটিই জিতেছে দুই দল। অন্যদিকে খেলাঘর ও শাইনপুকুর জয় পায়নি একটিতেও। ব্যাটিংয়ে উড়ছেন ইয়াসির আলী। ৩ ম্যাচে ২০৩ রান করেছেন ব্রাদার্সের এ ব্যাটসম্যান। বোলিংয়ে ৯টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বী, রবিউল হক, শফিউল ইসলাম ও ফরহাদ রেজা। আবাহনী ও মোহামেডান তাদের শীর্ষস্থানে থেকেই চতুর্থ রাউন্ডে খেলতে নামছে মঙ্গলবার। তিনদিনের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ঢাকা লিগের ম্যাচ। মঙ্গলবার তিনটি ম্যাচ হবে। মিরপুর শেরেবাংলায় মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুলস্নায় খেলবে আবাহনী লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চলতি ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে গত ১৫ মার্চ তারিখ। একদিনের বিরতি দিয়ে রোববার (১৭ মার্চ) শুরু হওয়ার কথা ছিল লিগের চতুর্থ পর্বের খেলা। কিন্তু অনিবার্য কারণবশত একদিনের বদলে তিনদিন বিরতি পেয়েছে লিগ। এদিকে নিউজিল্যান্ড থেকে ফেরা জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে আপাতত খেলছেন না। তাদের দীর্ঘ সিরিজ খেলার ক্লান্তি এবং নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার মুখে ফিরে আসার পর মানসিক অবস্থা ভালো নয় বলেই বিসিবির পক্ষ থেকে বিশ্রামে থাকার কথা বলা হয়েছে। সাকিব আল হাসান ডিপিএল খেলছেন না। ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে মাশরাফি বিন মর্তুজা ডিপিএল খেলা শুরু করেছেন তৃতীয় রাউন্ড থেকেই। টেস্ট স্কোয়াডে না থাকা ক্রিকেটাররাও খেলছেন ডিপিএল। তবে টেস্ট দলের দু-একজন বাদে সকল খেলোয়াড়ই আপাতত ডিপিএল খেলছেন না বলে জানা গেছে। এদিকে গুঞ্জন তৈরি হয়েছিল যে, সাকিব আল হাসান ডিপিএলের এ আসরে আবাহনীর হয়ে খেলছেন। পেস্নয়ার্স বাই চয়েজের তালিকায় ছিল না সাকিবের নাম। পেস্নয়ার্স বাই চয়েজের তালিকার বাইরে কোনো খেলোয়াড়কে দলে নেয়া যায় না। তাহলে কীভাবে সাকিব খেলবেন। এ গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল ক্লাব পাড়ায়। সোমবার সকালে সে গুঞ্জনকে নিছকই গুঞ্জন বলে উড়িয়ে দিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। পরিষ্কার বলে দিলেন, 'না, সাকিব আবাহনীর হয়ে খেলছে এ কথা সত্য নয়। তবে নিউজিল্যান্ড থেকে ফেরা সৌম্য সরকার আকাশী জার্সি গায়েই এবারের লিগ খেলবেন। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সৌম্য এবং মোহাম্মদ মিঠুন আবাহনীর হয়ে খেলতে নামবেন।' তবে সাকিব চেয়েছিলেন ডিপিএলের কিছু ম্যাচ খেলতে, নিজেকে প্রস্তুত করতে। কিন্তু বিসিবি বিশ্বকাপের কথা মাথায় রেখে সে অনুমতি দেয়নি, পাছে আবার নতুন কোনো ইনজুরি এসে ভর করে। কাজেই সাকিব আবাহনী তো নয়ই, মাঝারি বা ছোট কোনো দলের হয়ে প্রিমিয়ারে খেলছেন এমন গুঞ্জনের কোনো ভিত্তিই নেই। তবে পেস্নয়ার্স বাই চয়েজে শাইনপুকুরের রিক্রুট সৌম্য সরকারকে 'ট্রেড' সিস্টেমের মাধ্যমে আবাহনী তাদের দলে ভিড়িয়েছে। এদিকে সৌম্য ও মিঠুন আবাহনীতে খেললেও, দলের আরেক পরিচিত মুখ মেহেদি হাসান মিরাজ খেলবেন না মঙ্গলবারের ম্যাচ। তিনি চলে গিয়েছেন নিজের গ্রামের বাড়িতে। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের লিটন কুমার দাসও গ্রামের বাড়িতে চলে যাওয়ায় মঙ্গলবারের ম্যাচে খেলবেন না। আগামী শুক্রবার পঞ্চম রাউন্ডের ম্যাচে নামার সম্ভাবনা রয়েছে লিটনের।