ইউরোপিয়ান ফুটবল

মেসির হ্যাটট্রিকে বার্সার প্রতিশোধ

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় রোববার রিয়াল বেটিসের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত গত নভেম্বরে দলটির বিপক্ষে হারের মধুর প্রতিশোধ নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা -ওয়েবসাইট
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির জাদুকরী ফর্মটা টের পাওয়া গিয়েছিল। লা লিগায় সেই জাদুকরী ফর্মটাকে তিনি নিয়ে গেলেন আরও বিধ্বংসীরূপে। রোববার রাতে আর্জেন্টাইন খুদে জাদুকরের হ্যাটট্রিকে রিয়াল বেটিসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে মধুর প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা। গত নভেম্বরে এই বেটিসের কাছেই ৪-৩ গোলে হার মেনেছিল কাতালানরা। আর সিরি'আয় ক্রিশ্চিয়ানো রোনালদো বাহিনী জুভেন্টাস ২-০ গোলে হেরেছে জেনোয়ার কাছে। আগের দিন নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে অ্যাথলেতিক বিলবাওর কাছে হেরে যাওয়ায় বাড়তি প্রেরণা পেয়েছিলেন বার্সার প্রাণভোমরা। তাই ম্যাচের শুরু থেকে আগ্রাসী ছিলেন। ১৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে লুই সুয়ারেজের ব্যাক হিলে জাল কাঁপান আরেকবার। উরুগুয়ে ফরোয়ার্ড সুয়ারেজ বেশ কিছু স্কোরের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছিলেন না শুরুতে। তবে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন। বেতিসের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলটি করেন তিনি। ৮২ মিনিটে বেতিস একটি গোল শোধ দিলেও বার্সা আবারও প্রতিপক্ষের জালে বল পাঠায় ৮৫ মিনিটে। মেসির হ্যাটট্রিক গোলটির পরেই প্রতিপক্ষ বেতিসের দর্শকরা মাতে 'মেসি মেসি' রবে। মাথা নুইয়ে মেসির পারফরম্যান্সকে আলাদাভাবে সম্মান দেখান তারা। তা দেখানোরই কথা কারণ লা লিগায় এবারের মৌসুমে আগুনে ফর্মে আছেন মেসি। ২৬ ম্যাচে করেছেন ২৯ গোল। সব মিলিয়ে তার গোল ৩৯টি! অবশ্য এমন ম্যাচের পর স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। গোড়ালিতে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড সুয়ারেজ। চোটের গুরুত্ব বুঝতে সোমবার স্ক্যান করানো হবে তাকে। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে অ্যাটলেটিকোর সংগ্রহ ৫৬ পয়েন্ট। এস্তাদিও কমুন্যাল লুইগি ফেরারিসতে জুভেন্টাসকে স্বাগত জানায় জেনোয়া। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না এই ম্যাচে। তাছাড়া ওই ম্যাচের একাদশের ছয়জনকে ছাড়া খেলতে নেমে চেনারূপে দেখা যায়নি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যদের। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে প্রথম গোল হজম করে জুভেন্টাস। গোরান পানদেভের পাস থেকে ইতালিয়ান মিডফিল্ডার স্তেফানো স্তুরারের গোলে লিড পায় জেনোয়া। এরপর প্রতি-আক্রমণে ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পানদেভ। তাকে গোল করতে সহায়তা করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কুয়ামে। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-০ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এ হারের পর চলতি মৌসুমে ২৮ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭৫। অন্যদিকে সমান ম্যাচে টেবিলের দ্বাদশ স্থানে থাকা জেনোয়ার পয়েন্ট ৩৩।