জয়ের প্রত্যাশায় বাংলাদেশ

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কাতারে দশ দিনের অনুশীলনে রয়েছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার 'আল আরাবীয়া ক্লাব'-এর বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সামনে রেখে সোমবার অনুশীলনের একটি মুহূর্ত -বাফুফে
এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে ১০ দিনের প্রস্ততি ক্যাম্প করতে এক সপ্তাহ আগে কাতারে গিয়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যে সেখানের স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে তারা একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে এবং জয়ও পেয়েছে। 'আল আরাবীয়া ক্লাব'এর বিপক্ষে তাদেরই ভেনু্যতে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচটি ম্যাচটি খেলবে জেমি'ডে শিষ্যরা। যেখানে জয়ের লক্ষ্য বাংলাদেশের যুবাদের। এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ ২০২০ বাছাই পর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামী ২২ মার্চ থেকে। বাহরাইনে অনুষ্ঠেয় টুর্নামেন্টে গ্রম্নপ 'বি'তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ফিলিস্তিন এবং স্বাগতিক বাহরাইন। কঠিন লড়াইয়ের আগে প্রস্তুতিটাও হওয়া চাই কঠিন। কিন্তু প্রিমিয়ার লিগের কারণে জাতীয় দলের ক্যাম্প করার জন্য খুব বেশি সময় হাতে পাননি জেমি ডে। অনূর্ধ্ব ২৩ দল নিয়ে প্রায় একসপ্তাহ ধরে কাতারে কন্ডিশনিং ক্যাম্প করছেন বাংলাদেশের কোচ। পরিকল্পনা অনুযায়ী সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। যার একটি তারা খেলেছে শুক্রবার সেখানের শীর্ষ লিগের অন্যতম দল 'আল শাহনীয়া স্পোর্টিং' ক্লাবের বিপক্ষে। সেই ম্যাচে ১-০ গোলের জয় পায় বাংলাদেশের যুবারা। যুব দলের পরবর্তি মিশন দোহার 'আল আরাবীয়া ক্লাব' এর বিপক্ষে। স্থানীয় এ ক্লাবটির নিজস্ব ভেনু্যতে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় প্রস্তুতি ম্যাচটি খেলবে জেমি'ডে শিষ্যরা। ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশ দল সোমবার সকাল ১০ থেকে দুই ঘণ্টাব্যাপী কঠোর অনুশীলন করেছে। এরপর দুপুর ৩টায় খেলোয়াড়রা সাতারে অংশ নেয়। দলের অন্যতম তরুণ ফুটবলার ইয়াসিন আরাফাত কোচ জেমি ডে'র আধুনিক এবং কার্যকরী ট্রেনিং সম্পর্কে বলেছেন, 'তার ট্রেনিংয়ে সবাই মিলে একটা পরিপূর্ণ দল হয়ে উঠছি।' এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুরু করার আগে আজ একটি জয় চায় বাংলাদেশ দল। অনূর্ধ্ব ২৩ স্কোয়াড : টুটুল হোসেন বাদশা, ফয়সাল, পাপ্পু, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুলহাসান, আল-আমীন, জাফর ইকবাল, বিশ্বনাথ ঘোষ, বিপলু, প্রীতম, রকি, সুজন, রবিউল, আরিফুর রহমান, আনিসুর রহমান, সুসান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, সুফিল, ইব্রাহীম, রাকিব এবং আশরাফুল।