আত্মবিশ্বাস বাড়াচ্ছেন জাম্পা

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অ্যাডাম জাম্পা
ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপ জিততে হলে শুধু ব্যাটসম্যান আর ফাস্ট বোলারদেরই নয় অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ ভাগকেও সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। কাজেই লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে আরও আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স। অথচ এই অ্যাডাম জাম্পাকে গত বছরের ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটো সিরিজেই ওয়ানডে স্কোয়াডে দলেই স্থান দেয়নি অজিরা। সবশেষ ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েই অনবদ্য স্পিন বোলিং করেছেন জাম্পা। এবার ২২ মার্চ পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য নিজে সম্পূর্ণ প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বলেও জানান দিয়েছেন অজি এই লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এদিকে বিশ্বকাপে স্পিন আক্রমণভাগকে আরও ক্ষুরধার দেখতে চান অজি নির্বাচক ট্রেভর হন্স। তিনি বলেন, 'আমাদেরকে বিশ্বকাপে ভালো করতে হলে মাথাকে বালুর নিচে ডোবাতে হবে'। তিনি মনে করেন অস্ট্রেলিয়ান স্পিনার এডাম জাম্পাকে আত্মবিশ্বাস আরও বাড়াতে হবে। ভারতের মাটিতে ১০ বছর পর ওয়ানডে সিরিজ জয় করতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। এই সিরিজে অ্যাডাম জাম্পা ২০১৬ সালের পর প্রথম বারের মতো ৫০ ওভারের পুরোসিরিজে অজি দলে খেলার সুযোগ পান। তিনি পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২৫.৮১ গড়ে ১১ উইকেট শিকার করেন। যা কিনা দুর্দান্ত ফলাফল। অবশ্য গত বছর ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সফরে জাম্পাকে অস্ট্রেলিয়ান স্কোয়াডেই রাখা হয়নি। সে কারনেই অস্ট্রেলিয়ান নির্বাচক বা স্বয়ং এই স্পিনারও পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেননি। যদিও জাম্পা এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে বলেন, আমি আমার বোলিংয়ের ধরনে এবং বলের গতিতে বৈচিত্র্য এনেছি এবং লেগব্রেকের ধার আরও বাড়াতে কাজ করে চলেছি'। নাথান লায়নের সঙ্গে এডাম জাম্পাকেই অস্ট্রেলিয়ান বিশ্বকাপ মিশনে স্পিন আক্রমণ ভাগ সামাল দিতে হবে। অস্ট্রেলিয়ার আসন্ন পাকিস্তান সফরে জাম্পা ভালো করার জন্য মুখিয়ে আছেন। কেননা পাকিস্তানি ব্যাটসম্যানরা স্পিন বোলিংয়ে দারুণ খেলে থাকে।