শর্ত দিয়ে সাকিবকে বিসিবির অনাপত্তিপত্র

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আইপিএল খেলতে যেতে অনাপত্তিপত্র পেয়ে গেছেন সাকিব আল হাসান। সদ্যই আঙুলের চোট থেকে সেরে ওঠায় ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তাকে শর্তও জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটি হলো, শারীরিক অবস্থার আপডেট নিয়মিত জানাতে হবে বিসিবির ডাক্তার-ফিজিওকে। যেটি উলেস্নখ করা হয়েছে অনাপত্তিপত্রে। বৃহস্পতিবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে শর্তের কথা জানিয়েছেন। নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'আমরা চেষ্টা করছিলাম সাকিবের ফিটনেস প্রসঙ্গে সম্পূর্ণ বুঝে তার এনওসি (নো অবজেকশন লেটার) দেয়ার জন্য। আমরা আজ (বৃহস্পতিবার) চিকিৎসকের যে মতামত পেয়েছি তার ওপর ভিত্তি করে এনওসি ইসু্য করে দিয়েছি। এনওসিতে উলেস্নখ করে দেয়া আছে, যেন টাইম-টু-টাইম আমাদের মেডিকেল টিম ও ফিজিও থেরাপিস্টের সাথে তার যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।'