কোহলিদের সতর্ক করলেন দ্রাবিড়

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আসন্ন বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট। কিন্তু বিরাট কোহলির দলকে সতর্ক করে দিলেন ভারতীয় 'এ' দলের কোচ রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের মতে, একটা ধারণা ছিল বিশ্বকাপে যাব এবং সহজেই জিতে যাব। ব্যাপারটা অত সহজ নয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে এক প্রকার ভালোই হয়েছে বলে মনে করেন রাহুল দ্রাবিড়। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে রাহুল দ্রাবিড় বলেছেন, 'বছর দুয়েক ভারত ভালো ক্রিকেট খেলছে। ফলে ভারতীয় দলে একটা ধারণা তৈরি হয়েছিল, আমরা বিশ্বকাপে যাব এবং খুব সহজেই জিতে যাব। তাই যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই বার্তাটা অন্তত এসেছে যে, বিশ্বকাপে আমাদের খুব ভালো খেলতে হবে।' তিনি আরও বলেন, 'দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর আমি একটুও অবাক হইনি। আমি মনে করি আমরা বিশ্বকাপে ফেভারিট। কিন্তু এটা জানি যে, কঠিন লড়াই করতে হবে। প্রত্যেকটি দল বিশ্বকাপে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়। তাই লড়াইটা অনেক কঠিন হবে।'