এবার মাঠের বাইরের নেতাও নেইমার

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
একটা দলের মাঠের 'নেতা' অনেকেই হতে পারেন। তবে সত্যিকারের 'নেতা' তিনিই, যিনি সতীর্থদের মাঠের বাইরের অনেক সমস্যার সমাধানেও সর্বদা ঝাঁপিয়েও পড়েন। প্রয়োজনে ক্লাব কর্তাদের সঙ্গে দেন-দরবার করে সতীর্থের সমস্যা সমাধানও করে দেন। নেইমার এবার সেই কাজটাই করলেন। ব্রাজিলিয়ান তারকা পিএসজির মাঠের নেতা। এবার সতীর্থ দানি আলভেসের বড় একটা সমস্যার সমাধান করে দিয়ে নেইমার প্রমাণ করলেন, তিনি সত্যিকারের নেতা। ২০১৭ সালে সেই বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেয়ার পেছনেও ভূমিকা ছিল আলভেসের। জুভেন্টাস থেকে তিনিই প্রথমে পিএসজিতে নাম লেখান। পরে নেইমারকে অনুরোধ করে নিয়ে আসেন পিএসজিতে। সেই দানি আলভেস চুক্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়বেন, আর দলের নেতা হয়েও নেইমার কিছু করবেন না, তা কি হয়! ২৭ বছর বয়সী নেইমার তাই 'নেতা' হয়ে এগিয়ে এসে আলভেসের সমস্যার সমাধান করে দিলেন। না এখনো দানি আলভেসের সঙ্গে নতুন শর্তে চুক্তি করেনি তার ক্লাব পিএসজি। তবে নেইমারের অনুরোধে নতুন শর্তে আলভেসের সঙ্গে চুক্তি করার প্রতিশ্রম্নতি দিয়েছেন পিএসজির কাতারি সভাপতি নাসের আল-খেলাইফি। আগামী জুনেই শেষ হয়ে যাবে দানি আলভেসের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ। ৩৫ বছর বয়সী আলভেসকে ধরে রাখার আশায় পিএসজি নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাবও দিয়েছে। কিন্তু ক্লাবের সেই প্রস্তাব আলভেসের মনঃপুত হয়নি। চুক্তির শর্তে জুড়ে দেয়া আছে, আগামীতে দানি আলভেস বেতন পাবেন ম্যাচ খেলার ভিত্তিতে। মানে ম্যাচ খেলতে পারলে বেতন পাবেন। খেলার সুযোগ না পেলে বেতন পাবেন না। আবার তিনি পিএসজিও ছাড়তে চাচ্ছিলেন না। তাহলে উপায়? নেতা হয়ে এগিয়ে এসে সমস্যার সমাধান করে দিলেন নেইমার। তিনি সরাসরিই ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে দানি আলভেসকে দেয়া চুক্তি প্রস্তাবের ওই শর্তের বিষয়টি নিয়ে কথা বলেন। গণমাধ্যমের খবর, অধিনায়ক নেইমারের অনুরোধ রেখেছেন পিএসজির সভাপতি। নাসের আল খেলাইফি নাকি প্রতিশ্রম্নতি দিয়েছেন প্রস্তাবিত চুক্তি থেকে ওই শর্তটা কেটে দেয়ার। আর তাই বন্ধু নেইমারের প্রতি দানি আলভেসের কৃতজ্ঞাবোধ নিশ্চয়ই আরও বেড়ে গেল।