নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার নেপালের বিরাটনগরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারানোর পর ভারতের মেয়েদের উচ্ছ্বাস -ওয়েবসাইট
নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার লড়াই মানেই ভারতের আধিপত্য। এ অঞ্চলের শক্তিশালী দেশটি তা আরেকবার প্রমাণ করল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে। শুক্রবার নেপালের বিরাটনগরে পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক মেয়েদের ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতল ভারত। এ নিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে ৪ বার মুখোমুখি হয়ে চারবারই হারল নেপাল। গত আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ বিদায় নিয়েছে সেমিফাইনালে ভারতের কাছে হেরে। নিজেদের মাঠে শুরু থেকে ভারতের রক্ষণে চাপ দিতে থাকলেও গোল পাচ্ছিল না নেপাল। আর তাই শুরুর মিনিট বিশেক বলতে গেলে স্বাগতিক নেপালই খেলেছে। কিন্তু ধারার বিপরীতে আচমকাই গোল খেয়ে বসে নেপাল। ম্যাচের ২৬ মিনিটে দালিমার চিবারের প্রায় ২০ গজ দূর থেকে নেয়া রংধনু শট বাতাসে ভেসে ঢুকেছে জালে। নেপালের গোলরক্ষক আনজিলা সুবা শুধু চেয়ে চেয়ে দেখেছেন! গোল খেয়েই ম্যাচে ফেরার তাড়া ছিল স্বাগতিকদের। ৩৩ মিনিটে গীতা রানার লম্বা বলে দারুণ এক হেডে সাবিত্রা সমতায় ফেরান নেপালকে। এরপর থেকে বলতে গেলে তিনজন ডিফেন্ডার সারাক্ষণ বোতলবন্দি করে রাখেন সাবিত্রাকে। কিন্তু ম্যাচের ৬৩ মিনিটে ভারত আবারও এগিয়ে গেছে গ্রেস দাংমেইয়ের গোলে। নেপালের রক্ষণকে বোকা বানিয়ে বক্সে ঢোকেন গ্রেস। সামনে তখন জায়গা ছেড়ে বেরিয়ে আসা নেপালি গোলকিপার আনজিলা। কিন্তু আনজিলাকে ফাঁকি দিলেও দৌড়ে এসে গোল বাঁচাতে চেষ্টা করেছিলেন ডিফেন্ডার পুনম। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, স্কোর হয়েছে ২-১। আর বদলি হিসেবে নেমে ৭৮ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেক ঠুকেছেন অঞ্জু তামাং। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় নারী দল। আর এই জয় নিয়ে সাফে অপরাজিত থাকার গর্ব ধরে রাখল ভারত। পাঁচ আসর মিলিয়ে খেলা ২৩ ম্যাচে তাদের জয় ২২টি; একমাত্র ড্র ২০১৬ সালে বাংলাদেশের সঙ্গে গ্রম্নপ পর্বের ম্যাচটিতে।