বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ফেভারিট : ম্যাকগ্রা

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গেস্নন ম্যাকগ্রা
বল হাতে প্রতিপক্ষকে রীতিমতো শাসন করেছেন এক সময়ের বিশ্বসেরা ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার গেস্নন ম্যাকগ্রা। ভারতীয় গণম্যাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ক্রিকেটে নিজ দেশ অস্ট্রেলিয়াকে ফেলে ভারত এবং ইংল্যান্ডকে ফেভারিট বলে চিহ্নিত করলেন প্রাক্তন এই অজি পেসার গেস্নন ম্যাকগ্রা। তবে নিজ দেশকেও এই শিরোপা লড়াইয়ে রাখছেন অজি এই সাবেক তারকা বোলার। চেন্নাইয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ম্যাকগ্রা বলেছেন, 'আমার চোখে এবার বিশ্বকাপের দুই শক্তিশালী দল ভারত এবং ইংল্যান্ড।' সেখানেই না থেমে তিনি আরও বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো যায়নি ইংল্যান্ডের। আবার ওয়ানডে সিরিজে ভারত হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। বিশেষ করে টি২০ এবং ওয়ানডে সিরিজ জয়ের ফলে অস্ট্রেলিয়ার মনোবল অনেক বেড়ে গিয়েছে। ফলে লড়াইটা খুব কঠিন হবে।' প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার মনে করছেন, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ফিরলে অস্ট্রেলিয়ান দলের শক্তি অনেক বেড়ে যাবে। ভারতীয় দলের বোলিং যে এবার বিরাট কোহালিদের অনেক এগিয়ে রাখবে, তা মেনে নিয়েছেন ম্যাকগ্রা। তিনি বলেছেন, 'এবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় বোলাররা ধারাবাহিকভাবে যে দুর্দান্ত বোলিং করেছে, তাতে আমি অবাক হইনি। মোহম্মদ সামি দারুণ বল করেছে। কিন্তু জসপ্রিত বুমরাহ ছিল অকল্পনীয়। ওর ইয়র্কার এবং রিভার্স সুইং যে কোনও প্রতিপক্ষের কাছে বিপজ্জনক।' তিনি আরও জানিয়েছেন, বিরাট কোহলি যখন খেলা শেষ করবেন, তখন তার নাম শচিন টেন্ডুলকার এবং ব্রায়ান লারার সঙ্গে উচ্চারিত হবে।