বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

নিজেদের ফেবারিট ভাবছে বাংলাদেশ

আমরা স্পষ্টভাবেই বলে গিয়েছি সেমিফাইনাল পর্যন্তই আমাদের লক্ষ্য। সেটি পূরণ হয়েছে। সামনে বঙ্গমাতা টুর্নামেন্ট। যেখানে আমরা ফেবারিট হিসেবেই নামতে চাই -গোলাম রব্বানী ছোটন

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাফ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে মেয়েদের পারফরম্যান্স নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। তবে বাস্তবতার নিরিখে কোচ ছোটন জানালেন নির্ধারিত লক্ষ্য পূরণ করেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। তাই তাতে হতাশ হবার কিছুই নেই। জাতীয় দলের মিশন শেষে এখন সময় অনূর্ধ্ব ১৯ দল নিয়ে ভাবার। কারণ সামনেই ঘরের মাঠে 'বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট। যেখানে ফেবারিট হিসেবেই খেলতে নামবে বাংলাদেশ দল এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবলের কোচ গোলাম রব্বানী ছোটন। ঘরের মাঠে প্রথমবারের মতো এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে ফেবারিটের তকমা নিয়েই নামার প্রত্যাশা বাংলাদেশ দলের। সাফে বাংলাদেশের মিশনটা শেষ হযেছে সেমিতেই। তবে কোচ ছোটন দেশ ছাড়ার আগেই কিন্তু বাস্তবতার নিরিখে সাফের সেমিফাইনাল লক্ষ্য স্থির করে গিয়েছিলেন। কারণ বাংলাদেশের জাতীয় দলটি বলতে গেলে বয়সভিত্তিক দলই। একমাত্র সাবিনা খাতুন ছাড়া দলের তেমন কোনো সিনিয়র ফুটলারই নেই। সিনিয়র অভিজ্ঞ আর ভালো মানের ফুটবলাররা ব্যস্ত নিজেদের স্বামী সংসার সামলাতে। তাই চাইলেই একটা শক্তিধর জাতীয় দল গঠনের উপায় নেই। বাংলাদেশ যেহেতু সাফে সেমিতে চোখ রেখেই নেপালে গিয়েছিল। সে হিসেবে সফল হয়েই ঘরে ফিরেছে বঙ্গকন্যারা। যেখানে অন্য দলগুলো চোখ রাখে ফাইনালে। সেখানে বাংলাদেশ কেন সেমিফাইনালে চোখ রেখেছিল। তা নেপাল আর ভারতের ম্যাচেই স্পষ্ট ছিল। প্রতিপক্ষের ফুটবলারদের সামনে বাংলাদেশের মেয়েরা ছিল বলতে গেলে শিশু। যেখানে চলতি সাফে খেলা ভারতের ফুটলারদের গড় বয়স ২১ বছর চার মাস। নেপালের আরেকটু বেশি। সেখানে বাংলাদেশের মেয়েদের গড় বয়স ১৭ বছর ৪ মাস। বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি মনে করেন তিন চার বছরের এই ব্যবধানটাই পার্থক্য গড়ে দিয়েছে। অভিজ্ঞতা আর বয়সের সঙ্গেই লড়াই করে পেরে ওঠেনি বাংলাদেশের কম বয়সি মেয়েরা। বাংলাদেশের একটা পরিণত জাতীয় দল পেতে এখনো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কোচ গোলাম রব্বানি ছোটন জানালেন, 'আমরা স্পষ্টভাবেই বলে গিয়েছি সেমিফাইনাল পর্যন্তই আমাদের লক্ষ্য। সেটি পূরণ হয়েছে। সামনে বঙ্গমাতা টুর্নামেন্ট। যেখানে আমরা ফেবারিট হিসেবেই নামতে চাই।' রক্ষণের সমস্যার কারণেই মূলত বেশি গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। এজন্য গোলরক্ষকক রুপনা চাকমার কোনো ভুল ছিল কি না জানতে চাইলে ছোটন বলেছেন, 'বয়সের একটা ব্যাপার আছে। সে অনূর্ধ্ব ১৬ বছরের ফুটবলার। বয়সের তুলনায় সে প্রাণান্ত চেষ্টা চালিয়েছে।' দেশে ফিরলেও এখনই অনুশীলনে নেমে পড়ছে না মেয়েরা। বঙ্গমাতা টুর্নামেন্টের আগে কিছুদিন বিশ্রামে আছে তারা। কোচ ছোটন বলেন, '২০ দিনের মধ্যে পরপর দুটি বড় টুর্নামেন্ট খেলেছে মেয়েরা। তাই এখন মেয়েদের বিশ্রাম দরকার। তারা এখন বাফুফে ভবনেই থাকবে কিছুদিন বিশ্রাম করবে। এরপর ২৮ মার্চ সকাল থেকে অনুশীলন করবে।' ছোটনের পরবর্তী অ্যাসাইন্টমেন্ট বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এখন তার চিন্তাভাবনায় আসন্ন এই টুর্নামেন্ট। ছোটন বলেন, 'যেহেতু অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট। দেশের মাটিতে খেলা দর্শক আমাদের। তাছাড়া বঙ্গমাতার নামে খেলা, খুবই গুরুত্বসহকারে নেয়া হবে। আমরা ফেবারিট হিসেবেই মাঠে নামব।' সাফে খেলে আসা জাতীয় দলের বেশির ভাগ ফুটবলারই খেলবে অনূর্ধ্ব ১৯ দলে। যেহেতু বেশ বড় একটা ধকল গেছে। তার কোনো প্রভাব বঙ্গমাতা টুর্নামেন্টে পড়বে কি না জানতে চাইলে ছোটন বলেছেন, 'যেহেতু তাদের বয়সটা অনেক কম। দলে ৯ জনই ছিল অনূর্ধ্ব ১৬ দলের। তাদের মানসিকভাবে বুস্টআপ করতে সবাই মিলে চেষ্টা করব।'