জয়ে শুরু বেলজিয়াম-ক্রোয়েশিয়ার

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরো ২০২০ বাছাইপর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাশিয়ার বিপক্ষে জোড়া গোল করেন ইডেন হ্যাজার্ড। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম -ওয়েবসাইট
ইউরো ২০২০ বাছাইপর্বের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে স্বাগতিকরা ২-১ গোলে হারিয়েছে আজারবাইজানকে। আর ইডেন হ্যাজার্ডের জোড়া লক্ষ্যভেদে রাশিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বেলজিয়াম। রাতের আরেক ম্যাচে ৪-০ গোলে বেলারুশের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নেদারল্যান্ডসও। চেনা মাঠে গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাস্যকর ভুলে পয়েন্ট হারাতে বসেছিল বেলজিয়াম। চোটে একাদশে ছিলেন না রোমেলু লুকাকু। ইউরি তিয়েলেম্যানসের ১৪ মিনিটের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা লিড ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। দুই মিনিটের ব্যবধানে কোর্তোয়া গোল উপহার দেন রাশিয়াকে। ব্যাকপাস থেকে বল পেয়ে সোজা তিনি দেন বক্সের প্রান্তে থাকা ডেনিস চেরিশেভকে। রুশ ফরোয়ার্ড ১৬ মিনিটে খালি জালে বল জড়িয়ে সমতা ফেরান (১-১)। লুকাকুর বদলে জায়গা পাওয়া মিচি বাতশুয়েই এবং হ্যাজার্ড ভ্রাতৃদ্বয় ইডেন ও থোর্গান দলকে এগিয়ে দেয়ার কয়েকটি সুযোগ নষ্ট করেন। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে রুশ বক্সে ইউরি জিরকোভের ফাউল হন হ্যাজার্ড। পেনাল্টি থেকে ২-১ গোলে ব্যবধান বাড়ান চেলসি তারকা। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে বাতশুয়েইর শট প্রতিহত হলে ফিরতি শটে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন হ্যাজার্ড। ৯০ মিনিটে আলেক্সান্দার গোলোভিন লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলা শেষ করে রাশিয়া। 'আই' গ্রম্নপের আরেক ম্যাচে নিকোশিয়াতে সান মারিনোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইপ্রাস। বড় এই জয়ে গ্রম্নপের শীর্ষেও তারা। এদিকে ক্রোয়েশিয়ার মাঠে দারুণ শুরু করে আজারবাইজান। ১৯ মিনিটে রামেল শেইদায়েভের গোলে এগিয়ে যায় তারা। তবে ৪৪ মিনিটে বোরনা বারিসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়েটরা। আন্দ্রেস ক্রামারিচের ৭৯ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 'ই' গ্রম্নপের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে স্স্নোভাকিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েটরা। নেদারল্যান্ডস দুর্দান্ত শুরু করেছে এবারের বাছাইয়ে। মেম্ফিস ডিপের জোড়া গোলে তারা উড়িয়ে দিয়েছে বেলারুশকে। প্রথম মিনিটেই গোলমুখ খোলেন ডিপে। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার আগে জর্জিও উইজনালডাম ২১ মিনিটে দলের দুই নম্বর গোল করেন। ৮৬তম মিনিটে বেলারুশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফন ডাইক।